TRENDING:

Salt Lake Accident: ভয়ঙ্কর গরিব...পেটের দায়ে এসেছিলেন শহরে, কেষ্টপুরে ঝলসে মরে যেতে হল! ডেলিভারি বয় সৌমেনের গ্রাম এখন স্তব্ধ

Last Updated:

বাড়ির দরিদ্রতা কাটাতে গ্রাম ছেড়ে গিয়েছিল শহরে, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাসন্তীর ওই যুবককে খবর গ্রামে আসতে শোকের ছায়া নেমে আসে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাসন্তী, সুমন সাহা: ট্র্যাফিক নিয়ম মেনে সিগন্যালে দাঁড়িয়ে ছিল তাঁর বাইক৷ পিছনে আরেকজন সওয়ারিও ছিলেন৷ পাশ থেকে কোথা থেকে ছুটে এল একটা নিয়ন্ত্রণহীন গাড়ি৷ তাঁর বাইকেকে ধাক্কা মেরে নিয়ে ঢুকে গেল রাস্তার ধারের রেলিংয়ে৷ সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন৷ সেই রেলিংয়ে ঝুলে থাকা অবস্থাতেই ঝলসে মৃত্যু হল তাঁর৷ কেষ্টপুরে সল্টলেকের নতুন ব্রিজে কাছে গত বুধবার বিকেলে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে তার ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে৷ মর্মান্তিক সেই দুর্ঘটনার বলি হয়েছেন বাসন্তীর বছর কুড়ির তরুণ সৌমেন মণ্ডল৷
advertisement

আগুনে ঝলসে মৃত্যু হয়েছে সেই ডেলিভারি বয় সৌমেন মণ্ডল। আহত হয়েছেন চার চাকা গাড়িতে থেকে তিনজন। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে নিউ ব্রিজে চলন্ত গাড়িতে আগুন লেগে যায় আচমকাই। আগুন লাগার পর ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয় গাড়িটি। মাঝে আটকে পড়েন বাইক আরোহী ফুড ডেলিভারি বয়। গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বাইকে। গাড়ি ও রেলিংয়ের ফাঁকে আটকে পড়ে পুড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহীর।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশি ‘ঢুকে পড়লে কী হবে?,’ বাঙালি শ্রমিকদের ‘আটকাতে তো হবেই’…অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, মৃতের নাম সৌমেন মণ্ডল (২২)। তিনি বাসন্তীর নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরন্ময়পুর গ্রামের বাসিন্দা ছিলেন। একটি ফুড ডেলিভারি সংস্থায় কাজ করতেন। দুর্ঘটনার খবর গ্রামে এসে পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম সৌমেনের। বাবা তাপস মণ্ডল কর্মসূত্রে ভিনরাজ্যে গিয়েছেন। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এদিকে সংসারের হাল ধরতে ডেলিভারি বয়ের কাজ বেছে নেন সৌমেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।

advertisement

View More

বুধবার ঘটনার পরে দমকলের গাড়ি দেরি করে আসায় গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারাও। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুন: ‘যাঁরা চিকেন-মাটন খাচ্ছেন…তাঁরা পশুপ্রেমী হয়েছেন,’ আদালতে সওয়াল দিল্লির! পথকুকুর কাণ্ডে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Salt Lake Accident: ভয়ঙ্কর গরিব...পেটের দায়ে এসেছিলেন শহরে, কেষ্টপুরে ঝলসে মরে যেতে হল! ডেলিভারি বয় সৌমেনের গ্রাম এখন স্তব্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল