আগুনে ঝলসে মৃত্যু হয়েছে সেই ডেলিভারি বয় সৌমেন মণ্ডল। আহত হয়েছেন চার চাকা গাড়িতে থেকে তিনজন। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে নিউ ব্রিজে চলন্ত গাড়িতে আগুন লেগে যায় আচমকাই। আগুন লাগার পর ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয় গাড়িটি। মাঝে আটকে পড়েন বাইক আরোহী ফুড ডেলিভারি বয়। গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বাইকে। গাড়ি ও রেলিংয়ের ফাঁকে আটকে পড়ে পুড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহীর।
advertisement
জানা গিয়েছে, মৃতের নাম সৌমেন মণ্ডল (২২)। তিনি বাসন্তীর নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরন্ময়পুর গ্রামের বাসিন্দা ছিলেন। একটি ফুড ডেলিভারি সংস্থায় কাজ করতেন। দুর্ঘটনার খবর গ্রামে এসে পৌঁছতেই সেখানে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম সৌমেনের। বাবা তাপস মণ্ডল কর্মসূত্রে ভিনরাজ্যে গিয়েছেন। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এদিকে সংসারের হাল ধরতে ডেলিভারি বয়ের কাজ বেছে নেন সৌমেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।
বুধবার ঘটনার পরে দমকলের গাড়ি দেরি করে আসায় গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারাও। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।