সম্প্রতি সমুদ্রপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ, বাণিজ্য ও শিল্প মন্ত্রক ভারত সরকারের পক্ষ থেকে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে। সেই প্রশিক্ষণ শিবিরে সমুদ্র থেকে ধরা মাছের সঠিক ব্যবস্থাপনা করার শিক্ষা দেওয়া হয়েছে সকলকে।
আরও পড়ুন: জিটি রোডে জারি ১৪৪ ধারা, যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও উদ্বেগ কাটছে না এলাকাবাসীর
advertisement
এই মাছগুলিকে বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে কীভাবে বিদেশে পাঠানো যায়, সেদিকটিও দেখানো হয়েছে। সেই সঙ্গে মাছগুলিকে কীভাবে শুকনো অবস্থায় সংরক্ষণ করা যায় তার প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই ড্রাই ফিশ ট্রেনিং পোগ্রামটি এসসি এবং এসটি সম্প্রদায়ের জন্য করা হয়েছিল।
আরও পড়ুন: কামনা পুকুর! ডুব দিলেই ঘটছে নানা অলৌকিক কাণ্ড! সন্তান থেকে চাকরি মিলছে! দূরে যাচ্ছে রোগ!
অপরদিকে মৎস্যজীবীদের মানোন্নয়নে স্বর্ণমৎস্য যোজনার অধীনে এডিএফ ব্রাকিস ওয়াটার-এর তত্ত্বাবধানে, সাগর ব্লকের ২০ জন মৎস্যজীবীকে বাগদার মিন, অ্যারেটার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। সেই সঙ্গে তাঁদেরকে যথাযথ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।
এর ফলে মাছ চাষ ও শিকারে সাগর ব্লক ভবিষ্যতে নজির সৃষ্টি করবে বলে মনে করছেন প্রশাসনিক কর্মকর্তারা। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সমস্ত ব্যক্তিরা যে যাঁর নিজের এলাকায় গিয়ে গ্রামের অন্যান্য ব্যক্তিদের প্রশিক্ষণ দেবেন।
নবাব মল্লিক