Viral News | Miracle Pond: কামনা পুকুর! ডুব দিলেই ঘটছে নানা অলৌকিক কাণ্ড! সন্তান থেকে চাকরি মিলছে! দূরে যাচ্ছে রোগ!
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral News | Miracle Pond: শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন এই পুকুরে স্নান করার জন্য! একবার ডুব দিলেই ঘটছে অলৌকিক কাণ্ড! জানুন
উত্তর ২৪ পরগনা: কথায় বলে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। মানুষের বিশ্বাস যে যেকোনো পরিস্থিতি বদলে দিতে পারে তা আরও একবার উঠে আসলো এই ঘটনায়। ডুব দিলেই মেলে চাকরি, সুস্থ হয় শরীর, মেলে সন্তান এই বিশ্বাস থেকেই এদিন সকালে এলাকার হাজার খানেক মানুষ ডুব দিলেন কামনা পুকুরে। দূর দূরান্ত থেকেও মানুষরা আসলেন পুকুরের জলে স্নান করে নিজের মন বাসনা পূরণ করতে। আর এই স্নান করা ঘিরেই উত্তর ২৪ পরগনা জেলার হাবরার বানিপুরের ইতনা কলোনির কামনা পুকুরে ছিল মানুষের ঢল।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এই পুকুরের জলেই রয়েছে বিশেষ মাহাত্ম্য মনে করেন স্থানীয়রা। তাই এই এলাকার মানুষজন পুকুর পাড়েই তৈরি করেছেন হরিচাঁদ গুরুচাঁদের মন্দির। শুধু তাই নয়, সুদূর ঠাকুরবাড়ি থেকে ১০১ ঘটি জল এনে শোধন করা হয় এই পুকুর। আর তারপর থেকেই এই পুকুরের মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। স্নান করতে আসা ভক্তরা জানালেন, চিকিৎসকের দেওয়া ওষুধে কাজ না করলেও এই জলে ডুব দিলে দূর হয় শারীরিক সমস্যা। দীর্ঘদিন সন্তান না হওয়ায় নানা সমস্যা মুখে পড়তে হচ্ছিল এক গৃহবধূকে, মনের ইচ্ছা নিয়ে এই পুকুরে ডুব দিতেই কয়েক মাসের মধ্যে কোলে আসে সন্তান।
advertisement
advertisement
তাই প্রতি বছর নানা মনের ইচ্ছা নিয়ে মানুষজন এই দিন কামনা পুকুরে ডুব দেন ভক্তি করে। সকাল থেকেই এদিন এলাকার বাসীদের দেখা গেল এই পুকুরে স্নান করতে আট থেকে আশি সকলেই একবার ডুব দিচ্ছেন। সুদূর সুন্দরবনের ঝড়খালি থেকে আসা এক নব দম্পতিকেও দেখা গেল এই পুকুরে ডুব দিতে। তারাও জানালেন, নিজেদের মনোবাসনা পূর্ণ করতেই এই কামনা সাগরে স্নান। এদিন পুকুর সংলগ্ন মন্দিরেও ভক্তরা মিলিত হন এবং চলে খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ। সাথে কাসর ডঙ্কা নিশান নিয়ে হরিনাম সংকীর্তন। উপস্থিত হয়েছিলেন মতুয়া ভক্ত দলপতি গোসাই পাগল রাও। সব মিলিয়ে এই দিনের স্নান ঘিরে যেন উৎসবের মেজাজ গোটা এলাকায়।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 4:25 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral News | Miracle Pond: কামনা পুকুর! ডুব দিলেই ঘটছে নানা অলৌকিক কাণ্ড! সন্তান থেকে চাকরি মিলছে! দূরে যাচ্ছে রোগ!