North Dinajpur News: রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ৭০-এর বৃদ্ধ! ছুটে এলো লরি! তারপর? ভয়াবহ
- Published by:Piya Banerjee
Last Updated:
North Dinajpur News: জাতীয় সড়কে যা ঘট। জানলে আতঙ্ক হবে!
চোপড়া: আলু বোঝাই লরির ধাক্কায় গুরুতর ভাবে জখম হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ ব্যক্তির।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চোপড়া ৩১ নম্বর জাতীয় সড়কের উপর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে জখম ওই বৃদ্ধ ব্যক্তির নাম যতীন দাস। বয়স আনুমানিক (৭০)। বাড়ি চোপড়া থানার দাসপাড়া লালবাজার এলাকায়।
প্রতিদিন চোপড়া এলাকায় কাজে আসেন যতীন দাস নামে ওই বৃদ্ধ ব্যক্তি। এদিন চোপড়া ৩১ নম্বর জাতীয় সড়ক পারাপারের সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি আলু বোঝায় লরি ওই বৃদ্ধ ব্যক্তিকে সজোরে ধাক্কা মারলে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে।দুর্ঘটনাটি চোখে পড়তেই তড়িঘড়ি স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে ওই বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করতে।
advertisement
advertisement
ওই বৃদ্ধ ব্যক্তির পা গুরুতর ভাবে জখম হয়।। স্থানীয় বাসিন্দারা জখম অবস্থায় উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় চিকিৎসার জন্য।খবর পেয়ে পরিবারের সদস্যরা চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র ছুটে আসে।। সেখান থেকে ওই বৃদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে কর্মরত চিকিৎসকরা।এরপর পরিবারের সদস্যরা জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়।ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
চঞ্চল মোদক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 4:08 PM IST