Hooghly News: জিটি রোডে জারি ১৪৪ ধারা, যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও উদ্বেগ কাটছে না এলাকাবাসীর
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Hooghly News: বিগত দুইদিন ব্যাপী হুগলির রিষড়া যে ঘটনার সাক্ষী হয়েছে তার জেরে ব্যাহত জনজীবন। ইট বৃষ্টি পাল্টা ইট বৃষ্টি, আগুন বোমাবাজির জেরে উত্তপ্ত পরিস্থিতি। ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল এমনকি পরের দিন সকালে রাস্তায় বেড়িয়ে নিত্যযাত্রীরা পড়ছেন সমস্যায়।
হুগলি: গত দুইদিন ব্যাপী হুগলির রিষড়া এলাকায় অশান্তির জেরে চরম ভোগান্তিতে জনজীবন। দফায় দফায় উত্তেজনা, ইট-বৃষ্টি, আগুন, বোমাবাজির ঘটনায় ব্যাহত স্বাভাবিক পরিস্তিতি। ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল পরিষেবাও। এমনকি পরের দিন সকালে রাস্তায় বেড়িয়ে নিত্যযাত্রীরা পড়ছেন সমস্যায়।
মঙ্গলবারও গোটা এলাকা একেবারে থমথমে। বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে এলাকায়। চন্দননগর কমিশনারেটের পুলিশের সঙ্গে রয়েছে হুগলি গ্রামীণ পুলিশ, হাওড়া পুলিশ। এমনকী ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের একটি দলও রয়েছে সেখানে। লক্ষ্য একটাই, কোথাও কোনও রকম অশান্তি হলে অতি দ্রুত যাতে পুলিশ পৌঁছে যেতে পারে। পুলিশের সঙ্গে রয়েছে টিয়ার গ্যাস, লাঠি।
advertisement
advertisement
রিষড়ায় ১৪৪ ধরা জারি থাকার দরুন গোটা এলাকায় পুলিশি টহল চলছে। জি টি রোডের বিভিন্ন জায়গাতেও পুলিশের ব্যারিকেড করে রাখা। জি টি রোড দিয়ে যান চলাচল করলেও তা খুবই ধীর গতিতে চলাচল করছে। রাস্তায় বেড়িয়েও গাড়িচালক থেকে নিত্যযাত্রীরা বিব্রত ও উদ্বিগ্ন।
advertisement
রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে কয়েকদিন ধরে খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষদের। কোথাও ব্যারিকেড করে রাস্তা পুলিশ আটকে দেওয়ার জন্য যাতায়াত করতে পারছেন না। আবার কোথাও আতঙ্কে গাড়ি নিয়ে যেতে পারছেন না। যার ফলে টান পড়েছে তাদের রুজি রোজগারে।
advertisement
এলাকাবাসী চাইছেন যাতে পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হয়। সাধারণ মানুষ যেন আবারও তাদের স্বাভাবিকজনজীবনে ফিরতে পারে। তবে সাধারণ মানুষ যাতে কোনওভাবেই নিরাপত্তাহীনতায় না ভোগেন, তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে পুলিশ সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 12:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জিটি রোডে জারি ১৪৪ ধারা, যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও উদ্বেগ কাটছে না এলাকাবাসীর