রাজ্যের প্রান্তিক শিল্পীদের কাজের প্রদর্শনী হল এই সবলা মেলা। শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এই মেলায় অংশগ্রহণ করেন। সেই সঙ্গে তাঁরা তাঁদের হাতের কাজের প্রদর্শন করেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করার উদ্যেশ্যে এই মেলার আয়োজন করা হয়।
আরও পড়ুন - South 24 Parganas News: বাড়িতে আগুন লাগানোর প্রতিবাদ, উস্থিতে মারধর মহিলাকে
advertisement
দক্ষিণ ২৪ পরগণার বজবজের এই মেলা দেখতে হাজারের উপর দর্শনার্থী সেখানে ভিড় করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছৌ নাচের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে ছিল ভাড় যাত্রা। দক্ষিণ ২৪ পরগণা জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন - South 24 Parganas News: মারের চোটে চোখে আঘাত ব্যবসায়ীর, দোলের দিন বাড়িতে মদ্যপদের হামলা! ক্যানিংয়ের কাণ্ড
দক্ষিণ ২৪ পরগণার ঐতিহ্যকে সর্বসমক্ষে তুলে ধরতে এই প্রয়াস নেওয়া হয়েছিল।এই সবলা মেলায় বাঁশের ঝুড়ি, বাঁশি, বেতের কাজ, পুতুল সহ একাধিক হস্তশিল্পের কাজের প্রদর্শনী করা হয়েছে। বিভিন্ন স্টল থেকে সেগুলি বিক্রি করা হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক জ্যাম ও জেলির স্টল। এই সবগুলিই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করেছেন।
Nawab Mullick