ক্যানিং: ব্যবসায়ীর বাড়িতে এবার চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ উঠল একদল মদ্যপের বিরুদ্ধে। শুধু তাই নয় হামলার পাশাপাশি বাড়িতে ঢুকে ওই ব্যবসায়ীকে লাথি, কিল, ঘুষি মারা হয় বলে অভিযোগ। মারধরের চোটে গুরুতর আহত হয়েছেন ওই ব্যবসায়ী। ভাঙচুর করা হয়েছে একটি বোলেরো গাড়ি ও একটি বুলেট মোটরবাইক। ছিনিয়ে নেওয়া হয়েছে ৪৫ হাজার টাকা। মারধর ও হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই ব্যবসায়ী ও তাঁর পরিবার।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা এলাকার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোলকপাড়ায়। স্থানীয় বাসিন্দা তথা মুরগি ব্যবসায়ী কিঙ্কর নাইয়া হোলির দিন বাড়িতে ক্যারাম খেলছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই রঞ্জিত অধিকারী, রাজু নস্কর, ভগীরথ অধিকারী-সহ জনা দশেক লাঠি সোটা নিয়ে তাঁর বাড়িতে আচমকাই হামলা চালায়। এবং ব্যাপক মারধর করে ওই ব্যবসায়ীকে। সেই মারধরের ফলে তাঁর ডান চোখ, পা এবং ডান হাতে বেশি আঘাত লেগেছে।
আরও পড়ুন: পেশায় সিভিক ভলান্টিয়ার, কিন্তু রিমার জীবনের 'নেশা' অন্য! তারিফ করতেই হবে
আরও পড়ুন: উর্দিধারী ডাক্তার? বাস দুর্ঘটনার পর পুলিশ সুপারের কীর্তিতে হতবাক মালদহবাসী! দেখলে চমকে যাবেন
শুধু মারধর করাই নয়, তাঁর কাছ থেকে ৪৫ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে অভিযুক্তরা বলে অভিযোগ। হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁর বোলেরো গাড়ি ও একটি বুলেট ভেঙে দিয়ে যায়। এরপর পরিবারের লোকজন আক্রান্তকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে হামলার ঘটনাটি জানিয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, South 24 Parganas news