মালদহ: উর্দিধারী! কিন্তু তাঁরই হাতে গ্লাভস ও টর্চ। একের পর এক জখমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি। বাস দুর্ঘটনায় জখমদের কার কোথায় কী সমস্যা, আঘাত কতটা গুরুতর সেই সমস্ত জানতে ব্যস্ত স্বয়ং পুলিশ সুপার।
জরুরি বিভাগের বাইরে শুয়ে, বসে থাকা একাধিক জখমদের চিকিৎসা দিলেন মালদহের পুলিশ সুপার। বাস দুর্ঘটনার পর মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ। জখমদের দ্রুত পরিষেবা দিতে উর্দি পরেই চিকিৎসকের ভুমিকা পালন করলেন মালদহের পুলিশ সুপার ডক্টর প্রদীপ কুমার যাদব। তাঁর এমন ভূমিকা মন জয় করেছে রোগীর আত্মীয়দের।
আরও পড়ুন: মাধ্যমিক ইংরেজিতে ভয়েস চেঞ্জের ভয় কাটান, উপায় দিলেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক
সোমবার রাতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে মালদহের পান্ডুয়া এলাকায়, ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। বাসের যাত্রীদের প্রায় প্রত্যকেই গুরুতর জখম হন। জখমদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মালদহ মেডিক্যালে যান জেলা শাসক থেকে জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনিক কর্তা আধিকারিকরা। অনেকেই জখম হয়ে পড়ায় মেডিক্যাল কলেজের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে অতিরিক্ত চিকিৎসক টিম তৈরি করা হয়।
আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক
একে একে জখমদের নিয়ে এসে জরুরি বিভাগে ও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রোগীর চাপ থাকায় জরুরি বিভাগে বসে অনেকেই চিকিৎসার জন্য ছটফট করছিলেন। জরুরি বিভাগের বাইরেও তখন অনেকেই জখম অবস্থায় অপেক্ষা করছিলেন। পরিস্থিতি মোকাবিলায় নেমে পড়েন পুলিশ সুপার নিজেই। একাধিক রোগীর প্রাথমিক চিকিৎসা করেন তিনি। একদিকে আইনশৃঙ্খলা, অপরদিকে চিকিৎসা পরিষেবা। সোমবারের এমন পরিস্থিতিতে দু'দিকই তিনি নিপুণ হাতে সামাল দেন।
জরুরি পরিস্থিতিতে পুলিশ সুপারের এমন ভুমিকা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের কাছে। পুলিশ সুপার চিকিৎসকের ভূমিকায় নামায় অনেকেই দ্রুত চিকিৎসা পরিষেবা পান এদিন। মালদহ জেলা পুলিশ সুপার ডক্টর প্রদীপ কুমার যাদব একজন চিকিৎসক। তিনি প্রথমে এমবিবিএস সম্পূর্ণ করেছেন। তারপর তিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগদান করেছেন। এমন একজন জেলা পুলিশ সুপার পেয়ে গর্বিত মালদহ জেলা।এদিন পুলিশ সুপারের এমন ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন বাসিন্দারা।হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus Accident, Malda News