আরও পড়ুন: পুজো মাটি, সবং এখনও জল থৈ থৈ
কাকদ্বীপের কালিকাপুর গ্রামে মূলত মৎস্যজীবীরা বসবাস করেন। শতাধিক পরিবার বসবাস করে এই গ্রামে। জল নিকাশি ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়। এই সমস্যা চলে আসছে দীর্ঘ দিন ধরে। সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনও কাজ হয়নি। ফলে গ্রামবাসীরা যেখানে বেশি জল জমে সেখানে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। কিন্তু সাঁকো ছাড়াও গ্রামে রাস্তার অন্য অংশও জলে ডুবে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ যে সন্ধে নামার আগে গ্রামের সবাই বাড়িতে চলে আসেন। স্কুল ছাত্র-ছাত্রীরা এই জল টপকে স্কুলে যায়। রোগীদেরও রেহাই নেই এই জল যন্ত্রনার হাত থেকে।
advertisement
কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা ঘটনাটি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। এমন ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যদিও গ্রামবাসীরা এই কথায় সন্তুষ্ট নয়। এখন কবে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে সকল গ্রামবাসীরা।
নবাব মল্লিক