West Medinipur News: পুজো মাটি, সবং এখনও জল থৈ থৈ

Last Updated:

বৃষ্টি থেমে গেলেও এখনও জলমগ্ন সবংয়ের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে দুর্গাপুজো হওয়া নিয়ে গভীর সংশয়

+
title=

পশ্চিম মেদিনীপুর: বৃষ্টি থেমে রোদ উঠলেও এখনও রাস্তায় কোমর সমান জল, বাড়ির সামনে জল থৈ থৈ অবস্থা। বন্যা পরিস্থিতি কাটলেও জলমগ্ন হয়ে আছে সবংয়ের বিস্তীর্ণ এলাকা। ফলে আতান্তরে পড়েছেন বহু মানুষ। কোথায় থাকবেন, কী খাবেন তা বুঝে উঠতে পারছেন না। চারিদিকে শুধু জল আর জল। আবহাওয়ার উন্নতি হলেও এখনও জল নামেনি এলাকা থেকে। প্রায় ৮ দিনেরও বেশি সময় ধরে ঘরবন্দি অবস্থায় দিন কাটছে আট থেকে আশি সকলের। দুর্গাপুজোর আগে অভিশপ্ত জীবন কাটাচ্ছেন সবং-এর ভেমুয়া, বিষ্ণুপুর এলাকার মানুষজন।
প্রসঙ্গত ২০২১ সালের বন্যার স্মৃতি আজও দগদগে। সেবারেও বন্যায় খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় এলাকাজুড়ে। প্রসঙ্গত গত সপ্তাহের শুরু থেকে প্রবল বৃষ্টিতে নাজেহাল হয় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা। গোদের উপর বিষ ফোঁড়ার মত ডিভিসি তাদের জলাধার থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ঘাটাল সহ সবং ব্লকের বিভিন্ন এলাকায়। তবে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও সবংয়ের বেশ কিছু এলাকা থেকে জল নামেনি। বাধ্য হয়ে জল যন্ত্রণার মধ্যেই জীবন অতিবাহিত করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।
advertisement
advertisement
কার্যত খাটে বসেই দিন কাটছে সবংবাসীর। নোংরা জলে দিন কাটিয়ে কোনও রকম করে একবেলা খেয়ে দিন কাটছে তাঁদের। পাশাপাশি নোংরা জমা জলে বাড়ছে পানীয় জলের সঙ্কটও। বাড়ি থেকে কোথাও যেতে কিংবা আসতে গেলে কোমর সমান জল পেরিয়ে যেতে হচ্ছে তাঁদের। সবং ব্লকের বিষ্ণুপুর, ভেমুয়া, মোহাড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। জমা জলের কারণে বিভিন্ন জায়গায় নানা রোগের আশঙ্কা দেখা দিচ্ছে। চোখ রাঙাচ্ছে ডায়েরিয়া, চর্মরোগের প্রকোপও। কবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ?
advertisement
এদিকে দুর্গাপুজোর আর বাকি মাত্র কটা দিন। এমন সময় সবং-এর বিস্তির্ণ এলাকা জলের তলায় থাকায় পুজো হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুজোর আগে রীতিমত বিভ্রান্ত গোটা সবং।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পুজো মাটি, সবং এখনও জল থৈ থৈ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement