অবসরপ্রাপ্ত পুলিশকর্মী অশোক কুমার মধ্যপ্রদেশের উজ্জয়নীর বাসিন্দা। ভারতজুড়ে শান্তির বাণী ছড়িয়ে দিতে নিজের স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছেন। তবে বর্তমানে তাঁর নাম আর অশোক কুমার নয়। পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। বর্তমানে তাঁর নাম মহাত্মা শিব জ্ঞানানন্দ। শিব জ্ঞানে জীব সেবাই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন: নিউজ ১৮ লোকালের খবরের জের, বিদ্যুৎ সমস্যা মিটল হরিনারায়ণপুরের
advertisement
সেই অশোক কুমার শান্তির বাণী নিয়ে এখন বাংলার গঙ্গাসাগরে এসে হাজির হয়েছেন। তাঁর বক্তব্য, জীবনে যদি কোনও পাপ করে থাকেন তবে তা গঙ্গাসাগরের পুণ্য জলে ধুয়ে ফেলতে চান। এখানে গঙ্গাস্নান করার পর তিনি বের হবেন ভারতভ্রমণে। গঙ্গাসাগরে পৌঁছনোর আগে তিনি ডায়মন্ডহারবারে মানুষজনের মধ্যে শান্তির বাণী প্রচার করেন।
তাঁর এই শান্তির বাণী প্রচারের উদ্যোগ প্রসঙ্গে অশোক কুমার বলেন, জীবনের অধিকাংশ সময় তিনি মানুষের মধ্যে হিংসা, হানাহানি দেখে কাটিয়েছেন। তাই তিনি চান মানুষের মধ্যে আর কোনও হিংসা হানাহানি যেন না থাকে, সবাই সবাইকে যেন ভাতৃত্ববোধ হয়ে ভালোবাসে। সংসারের মায়া, মোহ কাটিয়ে সেই লক্ষ্য পূরণের জন্যই তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন।
নবাব মল্লিক