South 24 Parganas News: নিউজ ১৮ লোকালের খবরের জের, বিদ্যুৎ সমস্যা মিটল হরিনারায়ণপুরের

Last Updated:

দীর্ঘদিন ধরে এই এলাকায় সিঙ্গেল ফেজ ইলেকট্রিক লাইনে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তার জন্যই লো ভোল্টেজের সমস্যা মারাত্মক আকার ধারণ করে।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: নিউজ ১৮ লোকালের খবরের জের, হরিনারায়ণপুরের বিদ্যুৎ সমস্যা অবশেষে মিটল। অনেকদিন পর ভাল করে পাখা চলায়, আলো জ্বলায় খুশি গ্রামের মানুষ।
বেশ কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লকের হরিনারায়ণপুরের লো ভোল্টেজের সমস্যার কথা তুলে ধরে নিউজ ১৮ লোকাল। সেই খবর সম্প্রচার হওয়ার পর‌ই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। এই তীব্র গরমে এখানকার গ্রামবাসীরা বিদ্যুতের অভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। জানা যায় দীর্ঘদিন ধরে এই এলাকায় সিঙ্গেল ফেজ ইলেকট্রিক লাইনে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তার জন্যই লো ভোল্টেজের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে সন্ধে হলেই বেশিরভাগ বাড়ির আলো নিভে যাচ্ছিল, পাখা না ঘোরার মত করে ঘুরছিল। ফলে ছেলেমেয়েদের পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছিল তেমনই গরমে অনেক অসুস্থ হয়ে পড়ছিলেন।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের এই বিদ্যুতের সমস্যা সংবাদ বা দম তুলে ধরার পরই নড়েচড়ে বসে প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের নির্দেশে হরিনারায়ণপুরের সিঙ্গেল ফেজ লাইনটিকে ৪৪০ ভোল্ট লাইনে রূপান্তরিত করা হয়েছে। পাশাপাশি একটি নতুন ট্রান্সফরমার লাগানো হয়েছে এই গ্রামে। ফলে বর্তমানে এখানে আর বিদ্যুতের সমস্যা নেই।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নিউজ ১৮ লোকালের খবরের জের, বিদ্যুৎ সমস্যা মিটল হরিনারায়ণপুরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement