ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলার কর্মরত পুলিশ কর্মী। মৃত পুলিশ কনস্টেবল দিগম্বর সোরেনের বাড়ি হুগলির পান্ডুয়াতে।
বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন ঐ পুলিশকর্মী। দেহটি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর থানার পুলিশ। কনস্টেবল দিগম্বর সোরেনকে কেউ খুন করল নাকি নিছকই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে বারুইপুর হাসপাতালে আসেন, বারুইপুর এসডিপিও অতিষবিশ্বাস।
advertisement
আরও পড়ুন : ইমিউনিটি বাড়াতে জুড়িহীন! এই শাক চাষে উৎসাহ বাড়াতে উদ্যোগ কৃষি দফতরের
তিনি বলেন সকালে মৃতদেহ দেখে বারুইপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর তার পরিচয় জানা যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে এলে মৃত্যুর কারণ জানা যাবে।