সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইসিডিএস সেন্টার। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে মোট ৪২ জনের রান্না হয় এখানে। বৃহস্পতিবারও রান্নাবান্না হয়েছিল। খিচুড়ি ও ডিমসেদ্ধ দেওয়াও হয়েছিল সকলকে। নিয়মমতো৷ খাবার নিয়ে সকলেই চলে যান বাড়িতে৷ কিন্তু, তাঁদেরই মধ্যে একজন বাড়ি গিয়ে খিচুড়ি থালায় ঢালতে গিয়েই দেখেন, সেখানে পড়ে রয়েছে একটা মরা ইঁদুর।
advertisement
বিষয়টি জানাজানি হওয়ায় অনেকেই বমি করছেন ঘৃণায়। সংশ্লিষ্ট আইসিডিএস সেন্টারের সামনে বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, যেখানে পড়ুয়াদের রান্না হয়, সেই রান্নাঘর অত্যন্ত অস্বাস্থ্যকর। এলাকাবাসীর অভিযোগ, প্রায় সময়েই এই সেন্টার থেকে নিম্নমানের খাবার দেওয়া হয়। এছাড়া, যাঁরা এই সেন্টারের দায়িত্বে তাঁরা নিয়মিত আসেন না। আবার মাঝেমধ্যেই খাবারের পরিমাণও কম দেওয়া হয়।
আরও পড়ুন: সার্ভার থেকে গায়েব হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ ডেটা! OMR কাণ্ডে ফের তল্লাশি…তৎপর সিবিআই
এছাড়াও, আরও নানান বিষয়ে আসছে ঝুরিঝুরি অভিযোগ জানান এই সেন্টারের বিরুদ্ধে। যদিও এই সেন্টারের দায়িত্বে থাকা এক কর্মী বলেন, ‘‘চালের বস্তায় মাঝেমধ্যেই পোকা দেখা যায়৷ এছাড়া, আমাদের এই সেন্টারে ইঁদুরের উৎপাত আছে। তারপরেও আমরা প্রতিদিন পরিষ্কার করেই রান্না করা হয়।’’
কিন্তু, কী করে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সোনারপুর ব্লক প্রশাসন।