TRENDING:

South 24 Parganas News: থালায় খিচুড়ি ঢালতেই...ইস! এটা কী? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই মিড ডে মিল খেয়ে বমি উঠে এল অনেকের

Last Updated:

সোনারপুরের গাড়ালে ICDS সেন্টারের খাবারে বের হল ইদুর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বিষয়টি জানাজানি হওয়াতে অনেকেই বমি করছেন। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ সেন্টারের সামনে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: কেন্নো, পোকা, টিকটিকি থেকে শুরু করে এবার ইঁদুর৷ যে আইসিডিএস সেন্টারের খাবার খেয়ে গর্ভবতী এবং শিশুদের পুষ্টিসাধন নিশ্চিত হওয়ার কথা, সেই খাবারেই সময়ে অসময়ে মিলেছে বিভিন্ন গা ঘিনঘিন করা জিনিস৷ যার সাম্প্রতিকতম নিদর্শন মিলেছে সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে৷
খাবারে ইঁদুর বিক্ষোভ স্থানীয়দের
খাবারে ইঁদুর বিক্ষোভ স্থানীয়দের
advertisement

সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইসিডিএস সেন্টার। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে মোট ৪২ জনের রান্না হয় এখানে। বৃহস্পতিবারও রান্নাবান্না হয়েছিল। খিচুড়ি ও ডিমসেদ্ধ দেওয়াও হয়েছিল সকলকে। নিয়মমতো৷ খাবার নিয়ে সকলেই চলে যান বাড়িতে৷ কিন্তু, তাঁদেরই মধ্যে একজন বাড়ি গিয়ে খিচুড়ি থালায় ঢালতে গিয়েই দেখেন, সেখানে পড়ে রয়েছে একটা মরা ইঁদুর।

advertisement

বিষয়টি জানাজানি হওয়ায় অনেকেই বমি করছেন ঘৃণায়। সংশ্লিষ্ট আইসিডিএস সেন্টারের সামনে বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: ৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন…তারপর ছুঁড়ে ফেলা হল ক্যানালে, ফের বীভৎস ঘটনা এল প্রকাশ্যে

View More

ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, যেখানে পড়ুয়াদের রান্না হয়, সেই রান্নাঘর অত্যন্ত অস্বাস্থ্যকর। এলাকাবাসীর অভিযোগ, প্রায় সময়েই এই সেন্টার থেকে নিম্নমানের খাবার দেওয়া হয়। এছাড়া, যাঁরা এই সেন্টারের দায়িত্বে তাঁরা নিয়মিত আসেন না। আবার মাঝেমধ্যেই খাবারের পরিমাণও কম দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: সার্ভার থেকে গায়েব হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ ডেটা! OMR কাণ্ডে ফের তল্লাশি…তৎপর সিবিআই

এছাড়াও, আরও নানান বিষয়ে আসছে ঝুরিঝুরি অভিযোগ জানান এই সেন্টারের বিরুদ্ধে। যদিও এই সেন্টারের দায়িত্বে থাকা এক কর্মী বলেন, ‘‘চালের বস্তায় মাঝেমধ্যেই পোকা দেখা যায়৷ এছাড়া, আমাদের এই সেন্টারে ইঁদুরের উৎপাত আছে। তারপরেও আমরা প্রতিদিন পরিষ্কার করেই রান্না করা হয়।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

কিন্তু, কী করে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সোনারপুর ব্লক প্রশাসন।

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: থালায় খিচুড়ি ঢালতেই...ইস! এটা কী? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই মিড ডে মিল খেয়ে বমি উঠে এল অনেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল