Recruitment Scam Case: সার্ভার থেকে গায়েব হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ ডেটা! OMR কাণ্ডে ফের তল্লাশি...তৎপর সিবিআই

Last Updated:

এদিন সিবিআইয়ের একটি টিম দক্ষিণ কলকাতায় এস বসু রায় কোম্পানিতে আসে। সেখানে তল্লাশি চলে বেশ কিছুক্ষণ। সিবিআইয়ের অনুমান,  সার্ভারগুলি থেকে বেশ কিছু তথ্য ডিলিট করা হয়েছে। এখনও পর্যন্ত দুটি সার্ভার উদ্ধার করা হলেও আরও সার্ভার রয়েছে বলে দাবি সিবিআইয়ের। সেগুলো খতিয়ে দেখতে আবারও সিবিআই বৃহস্পতিবার আসে ওই কোম্পানির অফিসে।

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের তৎপর সিবিআই৷ এবার ওএমআর সিট খুঁজতে আরও সক্রিয় ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের৷ জানা গিয়েছে, এবার ওএমআর শিট দুর্নীতি-কাণ্ডে সার্ভার সহ ইলেকট্রনিক ডিভাইস ফরেন্সিক এক্সামিনেশন জন্য পাঠাতে চলেছেন তদন্তকারীরা।
কেন্দ্রীয় এজেন্সির চাঞ্চল্যকর দাবি, সার্ভার ও ইলেকট্রনিক ডিভাইস থেকে বেশ কিছু ডেটা ডিলিটের আশঙ্কা রয়েছে। সেই কারণেই এগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হতে চলেছে। সেভাবেই ডেটা পুনঃউদ্ধারের জন্য চেষ্টা করা হবে। সাইবার এক্সপার্ট যাঁরা গিয়েছিলেন, তাঁরা খতিয়ে দেখে অনুমান করছেন, প্রমাণ নষ্ট করার জন্য সার্ভার থেকে ডেটা ডিলিট হয়ে থাকতে পারে। তাই তা ফরেন্সিক এক্সামিনেশন জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় অনুমোদন মিলেছে…কিন্তু তা-ও তৈরি হয়নি ৫৫ লক্ষ বাড়ি! রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসল নবান্ন
টানা দু’দিনের পর ফের এস বসু রায় কোম্পানিতে তল্লাশি করে সিবিআইয়ের প্রতিনিধি দল। ওমএমআর সংক্রান্ত সার্ভার ও ইলেকট্রনিক ডিভাইসের তথ্য পেতে সিবিআই ফের এই তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। এস বসু রায় কোম্পানি থেকে সার্ভার সহ যে সব ডিভাইস পাওয়া গিয়েছে, তা খতিয়ে দেখছে সিবিআই৷ সমস্ত কিছু খতিয়ে দেখার পরেই তাঁদের আশঙ্কা, সার্ভার থেকে ডেটা ডিলিট করা হয়ে থাকতে পারে। সেই ডিলিট করা তথ্যই পেতে মরিয়া সিবিআই।
advertisement
advertisement
এদিন সিবিআইয়ের একটি টিম দক্ষিণ কলকাতায় এস বসু রায় কোম্পানিতে আসে। সেখানে তল্লাশি চলে বেশ কিছুক্ষণ। সিবিআইয়ের অনুমান,  সার্ভারগুলি থেকে বেশ কিছু তথ্য ডিলিট করা হয়েছে। এখনও পর্যন্ত দুটি সার্ভার উদ্ধার করা হলেও আরও সার্ভার রয়েছে বলে দাবি সিবিআইয়ের। সেগুলো খতিয়ে দেখতে আবারও সিবিআই বৃহস্পতিবার আসে ওই কোম্পানির অফিসে।
আরও পড়ুন: ‘তৃণমূলের হয়ে ভোট করাল পুলিশ…!’ ভোট মিটতেই বিস্ফোরক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
সিবিআই সূত্রে খবর, এই দফা সাইবার এক্সপার্টদের নিয়ে তল্লাশি চালানো হয়। যেসব সার্ভার রয়েছে এখনও সেগুলো পরীক্ষা করে দেখা হয়।
advertisement
সার্ভার গুলিতে কী কী ডেটা বা তথ্য ডিলিট হয়েছে? কারা ডিলিট করল? কেন বা কী উদ্দেশে ডিলিট করা হল? এই সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে তৎপর সিবিআই। সিবিআইয়ের অনুমান, এর পিছনে বড় কোনও হাত রয়েছে! হাইকোর্ট নির্দেশে সিবিআইকে ওএমআর খোঁজার নির্দেশ দেয়। সেই অনুসারে, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার তল্লাশি চালায় সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment Scam Case: সার্ভার থেকে গায়েব হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ ডেটা! OMR কাণ্ডে ফের তল্লাশি...তৎপর সিবিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement