Nabanna News: কেন্দ্রীয় অনুমোদন মিলেছে...কিন্তু তা-ও তৈরি হয়নি ৫৫ হাজার বাড়ি! রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসল নবান্ন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বর্তমানে এই প্রকল্পে কেন্দ্র অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে রাজ্যকে। এর আগে এই প্রকল্পে কেন্দ্রের দেওয়া বরাদ্দের মধ্যে এত সংখ্যক বাড়ি তৈরির কাজ কেন শেষ হয়নি? তা নিয়ে ক্ষুব্ধ নবান্ন।
কলকাতা: প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্পে কেন্দ্রের অনুমোদনের পরেও রাজ্যে এখনও তৈরি হয়নি ৫৫ হাজার বাড়ি। সম্প্রতি, রাজ্যের পঞ্চায়েত দফতরের রিপোর্টে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বলাবাহুল্য, এই পরিসংখ্যান দেখে যারপরনাই ক্ষুব্ধ নবান্ন।
বর্তমানে এই প্রকল্পে কেন্দ্র অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে রাজ্যকে। এর আগে এই প্রকল্পে কেন্দ্রের দেওয়া বরাদ্দের মধ্যে এত সংখ্যক বাড়ি তৈরির কাজ কেন শেষ হয়নি? তা নিয়ে ক্ষুব্ধ নবান্ন।
আবাস যোজনা প্রকল্পে আশানুরূপ কাজ না হওয়ায় একাধিক জেলার ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নবান্নের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কুত্তা পাগল হো গয়া হ্যায়’, জয়পুর পুরসভার ওয়েবসাইটের হাস্যকর হিংলিশ ভাইরাল
সূত্রের খবর, জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর, মুশিদাবাদ সহ একাধিক জেলায় কয়েক হাজার বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। বাড়ি না হওয়ার তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। ফলত, অবিলম্বে জেলাশাসকদের এই বাড়ি তৈরির কাজ শেষ করার নির্দেশ দিল নবান্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 11, 2024 12:12 PM IST