ইদের পর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এই সম্প্রীতি উৎসব আয়োজিত হয়েছে। ৯ দিন ধরে চলবে এই উৎসব। এবারই প্রথম এলাকায় এমন আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। এই উৎসবের সূচনা করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি জানান, হিন্দু ধর্মের পুরোহিত, খ্রিস্টান ধর্মের ফাদার ও ইসলাম ধর্মের মৌলবি একত্রিত হয়ে এই উৎসবের সূচনা করেন।
advertisement
আরও পড়ুন: কালিয়াগঞ্জ নিয়ে কড়া রাজ্যপাল! মুখ্যসচিব এবং ডিজি-কে জোড়া ফোন, তলব করা হল রিপোর্ট
এই সম্প্রীতি উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ আসছেন। ৯ দিন ধরে চলা এই উৎসবে প্রতিদিনই নতুন নতুন জিনিস সকলের সামনে তুলে করা হচ্ছে। এখানে সিমাই প্রতিযোগিতাও আয়োজন করা হয়। তবে সব থেকে বেশি রণপা দেখেই আনন্দ পেয়েছে এলাকার মানুষ। প্রথমবারেই মানুষের উৎসাহ থেকে আয়োজকরা জানিয়েছেন, আগামী বছরও একইরকমভাবে ইদের পর আয়োজিত হবে সম্প্রীতি উৎসব।
নবাব মল্লিক