আরও পড়ুন: হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর খাবার আর নয়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত্রি বারোটা নাগাদ বাইকে করে তিন বন্ধু মাতলা সেতুতে ঘুরতে আসে। বাইকটা ছিল মিরাজ শেখের। তার কাছ থেকে বাইকটা নিয়ে শফিকুল ও সাহিল সেতুর উপরে বাইক চালাতে যায়। তখনই প্রচন্ড গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা শফিকুল ঢালিকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
অন্যদিকে সাহিল শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, দু’জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। তাতেই এই দুর্ঘটনার ভয়ভহতা বেড়েছে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মধ্যরাতের শখ! মাতলা সেতুতে বন্ধুদের সঙ্গে বেপরোয়া বাইক চালাতে গিয়ে সব শেষ