১৯০৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে গোসাবার রাঙাবেলিয়া ও সাতজেলিয়া লিজ নিয়ে একটি সমবায় গড়ে তুলেছিলেন হ্যামিলটন। তিনি চেয়েছিলেন প্রত্যন্ত সুন্দর বন মানুষের যাতে অর্থনৈতিক উন্নতি হয়
আরও পড়ুন: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?
advertisement
পাশাপাশি এলাকার চাষীদেরকে নিয়ে গড়ে তুলেছিলেন অপারেটিভ রাইস মিল৷ সেই রাইস মিলে যাতে চাষীরা সরাসরি তাঁদের জমির ধান ন্যায্য দামে বিক্রি করতে পারেন। এবং চাষীরা যাতে একটু হলেও লাভের মুখ দেখতে পান।
কাঠের তৈরি বেকন বাংলোতে সেদিনে কবি রাত কাটিয়েছিলেন। সেদিনের সেই স্মৃতি বিজড়িত বেকন বাংলো আজ সুন্দরবনে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এলাকার স্থানীয় রবীন্দ্র অনুরাগীদের মধ্যে আজও ২৫ শে বৈশাখে জাঁকজমক করে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়।
বিভিন্ন রবীন্দ্র সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠে ওই এলাকার রবীন্দ্র প্রেমীরা। সুন্দরবনের মানুষের কাছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেকন বাংলো খুব গর্বের। বহু দূর দুরন্তের মানুষ ছুটে আসে এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বাংলো দেখতে।
সুমন সাহা