TRENDING:

 South 24 Parganas News: অসুস্থতা নিয়ে কবিগুরু ছুটে এসেছিলেন এক সাহেবের আমন্ত্রণে, গোসাবায় আজও রয়েছে সেই বাংলো

Last Updated:

South 24 Parganas News: স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে সুন্দরবনের শেষ প্রান্তে গোসাবাতে  এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন: এক সাহেবের আমন্ত্রণে অসুস্থতা নিয়ে কবিগুরু ছুটে এসেছিলেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। তাঁর সুন্দরবন যাত্রার দিন ছিল ১৯৩২ সালের ২৯ শে ডিসেম্বর। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে সুন্দরবনের শেষ প্রান্তে গোসাবাতে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।কবি জেনে ছিলেন কৃষি ও পশুপালন মধ্য দিয়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের গোসাবায় অর্থনীতি অনেকটাই পাল্টে দিয়েছিলেন ড্যানিয়েল সাহেব।
রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতিবিজড়িত বেকন বাংলো
রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতিবিজড়িত বেকন বাংলো
advertisement

১৯০৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে গোসাবার রাঙাবেলিয়া ও সাতজেলিয়া লিজ নিয়ে একটি সমবায় গড়ে তুলেছিলেন হ্যামিলটন। তিনি চেয়েছিলেন প্রত্যন্ত সুন্দর বন মানুষের যাতে অর্থনৈতিক উন্নতি হয়

আরও পড়ুন: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?

আরও পড়ুন: খালি গলায় নেপালি যুবকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! পাহাড়ি টানে কবিগুরুর গান মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়

advertisement

View More

পাশাপাশি এলাকার চাষীদেরকে নিয়ে গড়ে তুলেছিলেন অপারেটিভ রাইস মিল৷ সেই রাইস মিলে যাতে চাষীরা সরাসরি তাঁদের জমির ধান ন্যায্য দামে বিক্রি করতে পারেন। এবং চাষীরা যাতে একটু হলেও লাভের মুখ দেখতে পান।

কাঠের তৈরি বেকন বাংলোতে সেদিনে কবি রাত কাটিয়েছিলেন। সেদিনের সেই স্মৃতি বিজড়িত বেকন বাংলো আজ সুন্দরবনে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।  এলাকার স্থানীয় রবীন্দ্র অনুরাগীদের মধ্যে আজও ২৫ শে বৈশাখে জাঁকজমক করে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়।

advertisement

বিভিন্ন রবীন্দ্র সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠে ওই এলাকার রবীন্দ্র প্রেমীরা। সুন্দরবনের মানুষের কাছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বেকন বাংলো খুব গর্বের। বহু দূর দুরন্তের মানুষ ছুটে আসে এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বাংলো দেখতে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
 South 24 Parganas News: অসুস্থতা নিয়ে কবিগুরু ছুটে এসেছিলেন এক সাহেবের আমন্ত্রণে, গোসাবায় আজও রয়েছে সেই বাংলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল