মণিপুরে অশান্তির আঁচ এসে পড়ল মধ্যবিত্তের হেঁসেলে৷ রীতিমতো আগুন আদার দাম৷ খোলা বাজারে আদার দাম পৌঁছে গিয়েছে কেজি প্রতি আড়াইশো থেকে তিনশো টাকায়৷ তথ্য- শঙ্কু সাঁতরা
2/ 7
স্বভাবতই বাজারে আদা কিনতে গিয়ে দাম শুনে চমকে উঠছেন অনেকেই৷ চড়া দামের জন্য বাধ্য হয়ে অল্প পরিমাণেই আদা কিনে ফিরে আসছেন অধিকাংশ ক্রেতা৷
3/ 7
বাঙালি রান্নায় আদা লাগবেই৷ কিন্তু কেন এতটা চড়া দাম আদার? এর জন্য উঠে আসছে মূলত জোড়া কারণ৷
4/ 7
শাক সব্জির দাম নিয়ন্ত্রণের জন্য তৈরি রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে এবং রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, মণিপুরে অশান্তিও পরোক্ষে আদার দাম বৃদ্ধির জন্য দায়ী৷
5/ 7
এ রাজ্যে আসা আদার একটা বড় অংশ আসে উত্তর পূর্ব ভারত থেকে৷ কিন্তু গত বেশ কিছু দিন ধরে মণিপুরে চলতে থাকা অশান্তির জেরে উত্তর পূর্ব ভারত থেকে পণ্য পরিবহণ ব্যাহত হয়েছে৷ ফলে কমেছে আদার জোগান৷
6/ 7
আবার দক্ষিণ ভারতের চেন্নাই থেকে যে আদা আসে, তার ফলনও এ বছর বৃষ্টির অভাবে কম হয়েছে৷ ফলে দক্ষিণের আদারও যোগান নেই বললেই চলে৷
7/ 7
এই জোড়া কারণেই আদার দাম পাইকারি বাজারে প্রায় দুশো টাকা ছুঁয়েছে৷ খুচরো বাজারে সেই আদা কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে৷
Ginger price hike: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?
শাক সব্জির দাম নিয়ন্ত্রণের জন্য তৈরি রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে এবং রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, মণিপুরে অশান্তিও পরোক্ষে আদার দাম বৃদ্ধির জন্য দায়ী৷
Ginger price hike: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?
এ রাজ্যে আসা আদার একটা বড় অংশ আসে উত্তর পূর্ব ভারত থেকে৷ কিন্তু গত বেশ কিছু দিন ধরে মণিপুরে চলতে থাকা অশান্তির জেরে উত্তর পূর্ব ভারত থেকে পণ্য পরিবহণ ব্যাহত হয়েছে৷ ফলে কমেছে আদার জোগান৷