এই বিক্ষোভে অংশ নেওয়া শোভা নস্কর জানান, ২০২০ সাল থেকে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ পাচ্ছেন না। ওই মহিলার অভিযোগ, বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে গেলেও তিনি কথা না বলে ফিরিয়ে দেন। পাশাপাশি আবাস যোজনা নিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।
হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কর্তাদের অভিযোগ, আবাস যোজনার তালিকায় এলাকার প্রকৃত গরিব মানুষ যারা মাটির ঘরে বসবাস করছে তাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। এই পঞ্চায়েতে প্রচুর পরিমাণে জাল জব কার্ড তৈরি করা হয়েছে বলেও তাঁরাও অভিযোগ তোলেন।
advertisement
আরও পড়ুন: বাজার কমিটির মাথায় প্রশাসক বসাতেই রাস্তায় নামলেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা
আগামী দিনে দ্রুত এই সমস্যার সুরাহা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সদস্যরা। এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করে ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েতের প্রধান চম্পা মণ্ডল বলেন, কোনও দুর্নীতি হয়নি। এলাকার মানুষের জন্য প্রচুর কাজ করা হয়েছে। পঞ্চায়েত প্রধানের পাল্টা অভিযোগ, যারা বিক্ষোভ দেখিয়েছে অতীতে তারা আবাস যোজনার ঘর পেয়েছে। তাই এবার তাদের নাম তালিকায় নেই। সেই কারণেই তারা বিক্ষোভ দেখিয়ে মিথ্যা কথা প্রচার করছে।
সুমন সাহা