TRENDING:

South 24 Parganas News: 'সব কাজে হাত লাগাই মোরা' ভাবধারায় গড়ে উঠছে এই স্কুলের খুদেরা

Last Updated:

প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি জীবন গঠনের পাঠ দেওয়া হচ্ছে! দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে গেলে দেখতে পাবেন এই স্কুল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: শিশু বয়স থেকেই জীবন গড়ার পাঠ দেওয়া হচ্ছে এই স্কুলে। নিয়মানুবর্তীতার পাশাপাশি পরিছন্নতা থেকে সহবৎ, সৌহার্দপূর্ণ ব্যবহার থেকে পরপোকারিতা চারিত্রিক বৈশিষ্ট্যের এই গুরুত্বপূর্ণ দিকগুলো এই অল্প বয়স থেকেই ছেলেমেয়েদের মধ্যে গড়ে তোলা হচ্ছে। পড়াশোনা পাশাপাশি জীবন গঠনের শিক্ষা মিলছে গ্রামীণ সরস্বতীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। মূলত স্কুলের শিশুদের স্বাস্থ্য এবং মানসিক বিকাশের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।
advertisement

আরও পড়ুন: ধরা পড়েও বেপরোয়া! মিডিয়াকে কুৎসিত ইঙ্গিত যাদবপুর-কাণ্ডে ধৃতের, পুলিশ ভ্যানের ভিডিও ভাইরাল

এই কর্মসূচির হাত ধরেই আসল সাফল্য আসছে বলে মনে করছে রায়দিঘির এই প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষকের এই প্রচেষ্টার দিকে সবরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। বেশ কয়েকবছর ধরে এই কাজ চালিয়ে আসছে তারা।মৌলিক চাহিদা পূরণ করতে স্কুলেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কর্তৃপক্ষ। পাশাপাশি মানসিক বিকাশের বিষয়টিও যুক্ত করা হয়েছে কর্মসূচি মধ্যে।

advertisement

View More

আশেপাশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয় গুলিতে এই ধরণের কর্মসূচি গ্রহণ করা হয় না। সে ক্ষেত্রে খাড়ির এই প্রাথমিক বিদ্যালয় অন্য সকল স্কুলের থেকে এগিয়ে। এখানে ছোট থেকেই স্কুলের সকল শিশুদের একা সব কাজ করার মানসিকতা তৈরি করা হয়। স্কুলের ঘণ্টা দেওয়া, শৌচালয় এবং স্কুল চত্বর পরিষ্কার করা, স্কুলের কিচেন গার্ডেনের কাজ সহ একাধিক কাজ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা করে‌। এই কাজ করে স্কুলকে স্বনির্ভর করে তুলেছে তারা। এই স্কুল পথ দেখাচ্ছে অন্যদের‌ও। স্কুলের এই সাফল্য স্বীকৃতি এনে দিয়েছে খাড়ির সরস্বতীপাড়া প্রাথমিক বিদ্যালয়কে। এবছর তারা নির্মল বিদ্যালয় পুরষ্কারে মনোনীত হয়েছে। এর ফলে আগের থেকে অনেক দায়িত্ব বেড়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক শ্রীমন্ত কুমার ঘোষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: 'সব কাজে হাত লাগাই মোরা' ভাবধারায় গড়ে উঠছে এই স্কুলের খুদেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল