Jadavpur University Student Death : ধরা পড়েও বেপরোয়া! মিডিয়াকে কুৎসিত ইঙ্গিত যাদবপুর-কাণ্ডে ধৃতের, পুলিশ ভ্যানের ভিডিও ভাইরাল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jadavpur University Student Death : পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে প্রথম জনের নাম সত্যব্রত রায়৷ গ্রেফতারির সময়ে তাঁর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সত্যব্রত মুখ ঢাকা অবস্থায় মধ্যমা দেখাচ্ছেন সংবাদমাধ্যমের ক্যামেরাগুলিতে।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার বেড়ে হয়েছে ১২ জন। গতকাল, শুক্রবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং একজন বর্তমান ছাত্র রয়েছে বলে জানা গিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনের মধ্যে প্রথম জনের নাম সত্যব্রত রায়৷ গ্রেফতারির সময়ে তাঁর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সত্যব্রত মুখ ঢাকা অবস্থায় মধ্যমা দেখাচ্ছেন সংবাদমাধ্যমের ক্যামেরাগুলিতে।
সত্যব্রত কম্পিউটার সায়েন্স বিভাগের বর্তমান ছাত্র৷ বাড়ি নদীয়ার হরিণঘাটায়৷ জানা গিয়েছে, ছাত্রমৃত্যুর ঘটনার আগে সেদিন রাতে তাঁর ফোন থেকেই ডিন অফ আর্টসের ফোনে ফোন গিয়েছিল। ডিন তার পরে হস্টেল সুপারকে কল করে বিষয়টি দেখতেও বলেন। সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে।
advertisement
গ্রফতার হওয়ার পর নিউজ18 বাংলার সঙ্গে কথোপকথনের সময়ে সত্যব্রত নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সত্যব্রতর বাবা পেশায় ফলবিক্রেতা। দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রের গ্রেফতারিতে হতাশ পরিবার।
advertisement
এদিকে তাঁকে পুলিশ ভ্যানে ওঠানোর পরের ভিডিও ছড়িয়ে পড়েছে চারদিকে। সংবাদমাধ্যমের দিকে অশালীন ইঙ্গিত করেছেন র্যাগিংয়ে অভিযুক্ত ছাত্র। চাদর দিয়ে মুখ ঢাকা অবস্থায় মধ্যমা দেখিয়েছেন সত্যব্রত।
গত ৯ অগাস্ট রাত ১২টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করা হয়৷ তার তিন দিন আগেই তিনি বাংলা বিভাগের স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন৷ ঘটনার পরের দিন ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর৷ গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্টে ইতিমধ্যেই র্যাগিং তত্ত্ব উঠে এসেছে৷ বিবস্ত্র অবস্থাতেই যে ওই ছাত্রকে উদ্ধার করা হয়েছিল, তারও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 1:05 PM IST