এই বছর গোলাপের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ফুল ব্যাবসায়ীরা আগে থেকেই গোলাপ ফুল মজুত করেছেন। দক্ষিণ ২৪ পরগনার কোথাও গোলাপ চাষ হয় না, সেই জন্য এই ফুল বাইরে থেকে আনতে হয়। মূলত হাওড়ার ফুলের বাজার থেকে এই ফুল আসে। সেই কারণে রোজ ডে-র দিন কোনোরকমে যাতে ফুলের ঘাটতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখেছেন ফুল ব্যবসায়ীরা। আগে থেকে ফুল নিয়ে আসায়, চাহিদা অনুযায়ী গোলাপের যোগান দেওয়া যাবে বলে মনে করছেন ফুল ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুন: মেদিনীপুরের কোতবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি
গতবছরে ফুলের দাম ১০ থেকে ১৫ টাকার মধ্যে ঘোরাফেরা করেছিল সর্বত্র। এ নিয়ে এক ফুল ব্যবসায়ী শ্রীমন্ত প্রামাণিক জানান, চাহিদা অনুযায়ী জোগান দেওয়া যাবে ফুলের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরও বাড়তে পারে। সেই দিকটি সকলকে লক্ষ্য রাখতে হবে।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 7:19 PM IST