West Medinipur News: মেদিনীপুরের কোতবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি

Last Updated:

মেদিনীপুর শহরের কোতবাজারের একটি বাড়ি হঠাৎ জ্বলে উঠল। এলাকার মানুষ আগুন দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়লেও লাভ হল না। আগুনের তীব্রতা বেশি থাকায় বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে

+
title=

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের কোতবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এক বাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সোমবার সকাল সাড়ে ৯ টায় কোতবাজারের বাসিন্দা মিঠু সাহার বাড়িতে ভয়াবহ আগুন লাগে। কোনরকমে বাড়ির বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়।
এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী সহ এলাকার মানুষ। আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন এলাকার মানুষ। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল কর্মীরা এসে পৌঁছনোর আগেই গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় বাড়িতে ছিলেন মিঠু সাহা সহ তিন মহিলা। স্থানীয়দের প্রচেষ্টায় কোনরকমে বাড়ির ভেতর থেকে ওই তিন মহিলাকে উদ্ধার করা হয়। যদিও এই ঘটনায় কেউ জখম হননি। তবে আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়িতে থাকা সমস্ত আসবাবপত্র।
advertisement
advertisement
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছন দমকলের আধিকারিকরা। পরপর দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছয়। দমকল কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল বিভাগ এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান, শক সার্কিট থেকেই আগুন লেগেছিল। কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী জানান, আগুন লাগার ঘটনা নজরে আসতেই সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
advertisement
শোভন দাস
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মেদিনীপুরের কোতবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement