West Medinipur News: হরিনামের চাল কেনার জন্য বেরিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন কানে কম শোনা ব্যক্তি

Last Updated:

হরিনামের চাল কিনতে বেরিয়েছিলেন লালমোহন উকিল। তিনি কানে কম শুনতেন। রেললাইন পেরোনোর সময় মালগাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল দেহ

পশ্চিম মেদিনীপুর: হরিনামের চাল কেনার জন্য রেললাইন পেরোচ্ছিলেন বছর ৪২ এর এক ব্যক্তি। কিন্তু তিনি কানে কম শুনতেন। তাই মালগাড়ি ছুটে আসার শব্দ বুঝতে পারেননি। আর তাতেই মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে গেল তাঁর দেহ! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে।
মেদিনীপুর শহরের উপকণ্ঠে কঙ্কাবতী এলাকায় আত্মীয়র বাড়িতে এসেছিলেন বছর ৪২ এর লালমোহন উকিল। মেদিনীপুর স্টেশনের সামনেই গেট বাজার থেকে চাল কিনবেন বলে রেল লাইনের একবারে পাশে নিজের বাইক রেখে লাইন পেরোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ই শালবনির দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল একটি মালগাড়ি। সেই মালবাহী ট্রেনের ধাক্কাতে মর্মান্তিক মৃত্যু হল লালমোহন উকিলের। মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল তাঁর দেহ। ঘটনাস্থল স্টেশন থেকে মাত্র ১০০ মিটার দূরে।
advertisement
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মেদিনীপুর স্টেশন সংলগ্ন রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি গোয়ালতোড় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইন পেরানোর সময় লালমোহন উকিলের কানে হেডফোন লাগানো ছিল। সেই কারণেই ট্রেন আসার বিষয়টি তিনি টের পাননি বলে স্থানীয়দের দাবি।
advertisement
advertisement
যদিও মৃতের আত্মীয়দের দাবি, লোলমোহন উকিল কানে কম শুনতেন। তাই তাঁর কানে হেডফোন নয়, ছোট ব্লুটুথের মত শ্রবণ যন্ত্র লাগানো ছিল। বিষয়টি পুলিশ কর্মীরাও স্বীকার করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের স্ত্রী ছাড়াও ছোট সন্তান আছে। চাষবাস করে সংসার চলত। মেদিনীপুর শহরের উপকণ্ঠে কঙ্কাবতী এলাকায় এক আত্মীয়র বাড়িতে কীর্তন শুনতে এসেছিলেন। সেই অনুষ্ঠানের জন্য‌ই চাল কিনতে বেরিয়েছিলেন। তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ রেল লাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।
advertisement
শোভন দাস
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: হরিনামের চাল কেনার জন্য বেরিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন কানে কম শোনা ব্যক্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement