হোম /খবর /হুগলি /
শিক্ষিকার অভাবে লাটে ওঠে পড়াশোনা! পড়াতে এগিয়ে এলেন পাশের স্কুলের শিক্ষক

Hooghly News: শিক্ষিকার অভাবে বন্ধ হতে বসেছিল পঠনপাঠন, ক্লাস নিতে এগিয়ে এলেন পাশের স্কুলের শিক্ষক

X
title=

শিক্ষিকার অভাবে বন্ধ হতে বসেছিল গোঘাটের নকুন্ডা গার্লস জুনিয়র হাইস্কুল। শেষ পর্যন্ত পাশের স্কুলের শিক্ষকরা এগিয়ে আসায় আবার ক্লাস শুরু হয়েছে এই স্কুলে

  • Share this:

হুগলি: শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছিল স্কুল। এমন সময় এগিয়ে এলেন পাশের স্কুলের শিক্ষক। তাঁর জন্যই আবার ক্লাস শুরু হয়েছে হুগলির গোঘাটের নকুন্ডা গার্লস জুনিয়র হাইস্কুলে।

নকুন্ডা গার্লস জুনিয়ার হাইস্কুলে মাত্র তিনজন শিক্ষিকা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে পঠনপাঠন। শেষপর্যন্ত শিক্ষিকার অভাবে বন্ধ হতে বসেছিল এই স্কুলের পঠনপাঠন। অফিসের কাজে মাঝেমধ্যেই বাইরে যেতে হয় স্কুলের শিক্ষিকাকে। যার ফলে বন্ধ হয়ে যায় ক্লাস। এই নিয়ে গ্রামবাসী ও অভিভাবকরা দুশ্চিন্তায় ছিলেন। তবে সম্প্রতি এই সমস্যার কিছুটা হলেও সমাধান পাওয়া গিয়েছে। অভিভাবকদের উদ্যোগে পাশের স্কুল থেকে এবং গ্রামের দুই অস্থায়ী শিক্ষককে দিয়ে পঠনপাঠন নিয়মিত চলছে এই স্কুলে। এই উদ্যোগে নকুন্ডা গার্লস জুনিয়র হাইস্কুলের ছাত্রীরা অনেকটাই খুশি। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, নকুন্ডা গার্লস জুনিয়ার হাইস্কুলের দুর্দশার কথা জেনেও প্রশাসনের হুঁশ ফেরেনি।

আরও পড়ুন: হাজার মহিলার বয়ে আনা গঙ্গাজলে ধুয়ে শুদ্ধ করা হল মন্দির!

এই বিষয়ে এক অভিভাবক জানান, এই স্কুলটি শিক্ষিকার অভাবে দীর্ঘদিন ধরেই ভুগছে। তাই আমরা পাশের স্কুলের শিক্ষকদের কাছে আবেদন করেছিলাম যাতে করে এই স্কুলের হাল ফেরানো যায়। অভিভাবক এবং গ্রামবাসীদের কথামত পাশের হাইস্কুলের শিক্ষকরা এখানে ক্লাস নেওয়া শুরু করেছেন। তাঁরা এই জুনিয়র গার্লস হাইস্কুলে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান।

অন্যদিক থেকে পাশের স্কুল থেকে আসা এক শিক্ষক জানান, উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে নকুন্ডা জুনিয়র গার্লস স্কুলের এক শিক্ষিকা অন্যত্র চলে গিয়েছেন। যার ফলে বিজ্ঞান ও অঙ্ক নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল ছাত্রীরা। গ্রামবাসী ও পড়ুয়াদের কথা মাথায় রেখে যাতে পড়াশোনাটা ভালো হয় তাই তিনি এসে ক্লাস নেন এই স্কুলে।

পুরো বিষয়টি নিয়ে ওই গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, স্কুল নিয়ে গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। পড়ুয়াদের কথা মাথায় রেখে পাশের স্কুল এবং গ্রামের দু'জন বিনা পারিশ্রমিকে পড়াতের রাজি হয়েছেন। তাই পরিস্থিতি আগের থেকে কিছুটা হলেও ভাল হয়েছে।

শুভজিৎ ঘোষ

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Hooghly news, School, Student, Teacher