আরও পড়ুনঃ বাবার নিথর দেহ বাড়ি ফিরল, স্বপ্ন পূরণে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে
স্থানীয়দের দাবি বেশ কয়েক বছর ধরে
দক্ষিণ ২৪ পরগণার প্রায় সর্বত্রই চলছে নীচু জায়গা ভরাট করার কাজ। বিশেষ করে শহরতলী ও গ্রামের দিকে চলছে এই কাজ। এই মাটি বয়ে আনা হচ্ছে ডাম্পার জাতীয় গাড়ি দিয়ে। ফলে রাস্তায় পড়ছে মাটি। গ্রীষ্মকালে এই মাটি শুকনো হয়ে ধূলোর সৃষ্টি করছে। প্রখর রৌদ্রে এরফলে শ্বাসকষ্ট হয়ে অসুবিধা হচ্ছে নিত্যযাত্রীদের। এ নিয়ে সম্প্রতি বিনয় চক্রবর্তী নামের এক ব্যক্তি জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: বালির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ
তাঁর অভিযোগ এভাবে দিনের পর দিন এই মাটির গাড়ির দৌরাত্ম বাড়ছে। গ্রীষ্মকাল পড়লেই এই মাটির গাড়িগুলি আসছে এলাকায়। এরপর সঠিক পদ্ধতিতে মাটি স্থানান্তর না হওয়ায় সেগুলি রাস্তার উপর পড়ছে। বাদ যাচ্ছেনা জেলার গুরুত্বপূর্ণ ১১৭ নং জাতীয় সড়কও।ফলে নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা। এই সমস্যার দ্রুত সমাধান করার দাবি জানিয়েছেন তিনি। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়, কবে সাধারণ মানুষজন কবে মুক্তি পান এই যন্ত্রণার হাত থেকে।
নবাব মল্লিক