হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
বাবার নিথর দেহ বাড়ি ফিরল, স্বপ্ন পূরণে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে

Madhyamik 2023|| বাবার নিথর দেহ বাড়ি ফিরল, স্বপ্ন পূরণে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে

X
পরীক্ষায় [object Object]

Madhyamik 2023 offbeat story: বাবার স্বপ্ন পূরণ করব। মৃত্যুর শোকের মধ্যে বাবার স্বপ্ন পূরণ করতে পড়াশোনার দৃঢ় সংকল্প নিয়ে পরীক্ষায় বসলেন কাশ্মীর মণ্ডল।

  • Share this:

বসিরহাটঃ ওড়িশা থেকে ফিরল বাবার নিথর দেহ। আর এ দিকে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে। শনিবার ভোরে উত্তর ২৪ পরগণার বসিরহাটের মাটিয়া থানার নেহালপুরের সর্দারপাড়ার সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালক বছর ৪৫-এর সূরজ মণ্ডলের। রবিবার দুপুরে বিশেষ অ্যাম্বুল্যান্সে সাতটি নিথর দেহ ফেরে মাটিয়ার নেহালপুরে।

একদিকে যেমন গ্রামের শোকের ছায়া নেমেছে, মৃতের পরিবার কান্নায় ভেঙে পড়েছে। জীবন জীবিকার শেষ সম্বল হারিয়ে অসহায়ের পরিবারের একমাত্র পুত্র সন্তান ১৬ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী কাশ্মীর মণ্ডল।

আরও পড়ুনঃ অবাক কাণ্ড! নিয়ে আসুন প্লাস্টিক, ফ্রি তে নিয়ে যান ১ কেজি চাল!

বাবার মৃত্যুর খবর শোনার পরেও তার অদম্য সাহস আর আগামী দিনের স্বপ্ন বাস্তবায়িত করতে অবিচল। একদিকে বাবাকে হারানোর তীব্র যন্ত্রণা অপরদিকে জীবনের প্রথম বড় পরীক্ষাটি ও দিল। ধান্যকুড়িয়া হাই স্কুলের এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী কাশ্মীর। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছে বুনোরাটি হাইস্কুলে। ছোট থেকে বাবার ইচ্ছে ছিল কাশ্মীর বড় হই একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। সংসারে একমাত্র রোজগারে বাবার বাবাকে হারিয়ে একদিকে সংসারের টানাপোড়েন অপরদিকে বাবার স্বপ্নপূরণ।

কাশ্মীরের কথায়, বাবা কখনও হার মানেননি, সেজন্য আমিও হার মানব না। বাবার স্বপ্ন পূরণ করব। শোকের মধ্যেও আগামী দিনে বাবার স্বপ্ন পূরণ করতে দৃঢ় সংকল্প কাশ্মীর। এ দিন নির্ধারিত সময় পরীক্ষায় বসেছে সে। বাবাকে আর সে কোনওদিন ফিরে পাবে না। কিন্তু বাবার স্বপ্ন পূরণ করতে হবে এটাই লক্ষ্য কাশ্মীরের।

জুলফিকার মোল্যা

Published by:Shubhagata Dey
First published:

Tags: Madhyamik 2023