TRENDING:

South 24 Parganas News: মার খাবে পর্যটন, পুজোর আগে কেল্লার রাস্তা সারাইয়ের দাবি

Last Updated:

সুন্দরবনের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র কেল্লা যাওয়ার রাস্তার বেহাল অবস্থা, পর্যটক কমার আশঙ্কায় স্থানীয়দের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের কৈখালি কেল্লা যাওয়ার অন্যতম পথের বেহাল অবস্থা। যার কারণে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এর ফলে স্থানীয়দের আশঙ্কা মার খেতে পারে পর্যটন, তাই দ্রুত রাস্তা সারাইয়ের দাবি তুলেছেন তাঁরা।
advertisement

আরও পড়ুন: তৃণমূলে যাওয়ার পর প্রথম পুরসভায় ঝালদার শিলা, ঘটালেন সমস্ত জল্পনার অবসান

দক্ষিণ ২৪ পরগনার সবথেকে বড় হাট গৌরহাট। সপ্তাহে দু’দিন বসে এই হাট। এই হাটের কারণে সপ্তাহে ওই দু’দিন প্রচুর গাড়ি ও মানুষ চলাচল করে। কিন্তু বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে। অন্যদিকে কৈখালি সুন্দরবন ভ্রমণের প্রাণকেন্দ্র কেল্লা যাওয়ার একমাত্র পথ। তাই পুজোর আগে এই রাস্তা সারাইয়ের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষ ও গাড়ি চালকরা।

advertisement

View More

এই বছর বর্ষা সেভাবে হয়নি। তবে এই কদিনের বৃষ্টিতে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। হাতে গোনা আর কয়েকদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে। পুজোর সময় এই রাস্তা দিয়ে বহু মানুষ সুন্দরবনের ভ্রমণের অন্যতম ভ্রমণ কেন্দ্র কেল্লায় আসে প্রতি বছর। ফলে চিন্তিত গাড়ি চালকরা। অন্যদিকে এই গৌরহাটে অনেকগুলি প্রতিমা শিল্পীদের ঘর আছে। এখানে জয়নগর, দক্ষিণ বারাসত, গোচরণ, জীবন মণ্ডলের হাট, মহিষমরি এই সমস্ত এলাকার বহু প্রতিমা তৈরি হচ্ছে। সেই সমস্ত পুজো কমিটির চিন্তা কীভাবে ওই খারাপ রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে মণ্ডপে যাবেন তাঁরা। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়ক বলেন, পুজোর আগেই এই রাস্তা নতুন রুপে ফিরিয়ে আনা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মার খাবে পর্যটন, পুজোর আগে কেল্লার রাস্তা সারাইয়ের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল