শুধুমাত্র বর্ষাকাল নয়, সারা বছরই জল কাদার উপর দিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। বাসন্তী ব্লকের কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেরিয়া, উত্তর ভাঙনখালি সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষ তাই সমস্যায় পড়েছেন। রাজনৈতিক দলাদলিই কি এর মূল কারণ?
আরও পড়ুনঃ বাঁধের খাটো উচ্চতাই চিন্তা, বর্ষার আগে আতঙ্কে উড়েছে ঘুম
advertisement
এই পরিস্থিতিতে কেউ কেউ ভোট দিতে যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কিছু কিছু জায়গায় এলাকার মানুষ নিজেরাই চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন। তো কিছু জায়গায় সাঁকো না থাকায় জল ডিঙিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তাঁরা।
রাস্তা না থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হয় গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ মানুষজনকেও। এই গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষ নরক যন্ত্রণা সহ্য করছেন রাজনৈতিক দলাদলির কারণে।
সুমন সাহা