মঙ্গলবার বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে অস্ত্রোপচার হবে বলে পরিবার সূত্রে খবর। এ ব্যাপারে পুলিশ কর্মীর বন্ধু রামপ্রসাদ মন্ডল আমার আমাদেরকে জানান। আমি টিভি থেকে খবর দেখে জানতে পারি এই ঘটনা ঘটেছে। আমি খবর পাওয়ার সাথে সাথে আমার বন্ধুর বাড়িতে আসি। সেখানে এসে জানতে পারি আমার বন্ধুকে বারাসাতের একটি নার্সিংহ ভর্তি করা হয়েছে। ওর দাদা খবর পেয়ে ওখানে যায়। দাদার সাথে যোগাযোগ রাখছি কথা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ দেশনায়কদের প্রতি সম্মানের পাঠ দিতে মগরাহাটের স্কুলে গেল পুলিশ
ঘটনায় পুরো ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। তবে এ ব্যাপারে পুলিশ কর্মীর মা তিনি জানান। আমাদেরকে রাসের মেলা তে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর খবরটি আমাদের কাছে আসে যে আমার ছেলেকে কে বা কারা গুলি করেছে। এখন হাসপাতালে ভর্তি। কেমন আছে, সেটাও তেমনভাবে জানতে পারিনি। শুনেছি ভালো আছে।
Suman Saha