South 24 Parganas News: দেশনায়কদের প্রতি সম্মানের পাঠ দিতে মগরাহাটের স্কুলে গেল পুলিশ

Last Updated:

দেশনায়কদের প্রতি সম্মানের পাঠ দিতে মগরাহাটের স্কুলে গেল পুলিশ। সম্প্রতি মগরাহাটের একটি স্কুলে নেতাজীর মূর্তিকে নিয়ে ব‍্যঙ্গাত্মক ভিডিও বানানোয় নিন্দার ঝড় উঠেছিল সর্বস্তরে। ভিডিওটি অল্প সময়ের মধ‍্যে ভাইরাল হয়ে যায়।

+
এসডিপিও

এসডিপিও মিতুন দে

#মগরাহাট : দেশনায়কদের প্রতি সম্মানের পাঠ দিতে মগরাহাটের স্কুলে গেল পুলিশ। সম্প্রতি মগরাহাটের একটি স্কুলে নেতাজীর মূর্তিকে নিয়ে ব‍্যঙ্গাত্মক ভিডিও বানানোয় নিন্দার ঝড় উঠেছিল সর্বস্তরে। ভিডিওটি অল্প সময়ের মধ‍্যে ভাইরাল হয়ে যায়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনায় গ্রেফতার করা হয় ২ ছাত্রকে। এরপর স্থানীয় মানুষজনের মনে দেশনায়কদের প্রতি সম্মান জাগ্রত করতে ঘটনাস্থলে যান ডায়মন্ডহারবারে মহাকুমা আরক্ষা আধিকারিক বা এসডিপিও মিতুন কুমার দে। তাঁর সঙ্গে সেখানে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল বলে খবর। এরপর তিনি সেখানে ছাত্রছাত্রীদের অভিভাবক এবং স্কুল পরিচালন কমিটির সঙ্গে বৈঠক করেন।
এরপরই তিনি স্কুলের বাইরে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। এবং দেশ স্বাধীন ক‍রতে দেশনায়কদের ভূমিকা কতটা জরুরি সেসম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। এর সঙ্গে সকলকে সতর্ক করেন যে ভবিষ্যতে এমন কাজ হলে পুলিশ তার ভূমিকা কঠোর হাতে পালন করবে। সেইসঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে অনুরোধ করেন যাতে তারা তাদের ছেলেমেয়েদের সঠিক শিক্ষা দেন। এবং দেশনায়করা কত মহান সেসম্পর্কে তাদের জানান। পুলিশের এই ভূমিকায় খুশি স্থানীয়রা।
advertisement
আরও পড়ুনঃ নামখানার নারায়ণপুরে পানীয় জলের সংকট! অসুবিধায় স্থানীয়রা
মগরাহাটের ওই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা পুলিশের এই ভূমিকাকে সমর্থন করেছেন। সেই সঙ্গে এমন ঘটনা ভবিষ্যতে যাতে না হয় সেদকটিও লক্ষ রাখবেন বলে আশ্বাস দিয়েছেন। পুলিশকে এই নতুন ভূমিকাকে স্বাগত জানিয়েছেন সকলেই। এ নিয়ে ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন কুমার দে জানান দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে তাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে দেশনায়কদের ভূমিকা কতটা রয়েছে। তারা সকলপ্রকার সমালোচনার উর্দ্ধে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয় তার জন‍্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
advertisement
advertisement
Nawab Mallick
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দেশনায়কদের প্রতি সম্মানের পাঠ দিতে মগরাহাটের স্কুলে গেল পুলিশ
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement