এরপরই তিনি স্কুলের বাইরে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। এবং দেশ স্বাধীন করতে দেশনায়কদের ভূমিকা কতটা জরুরি সেসম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। এর সঙ্গে সকলকে সতর্ক করেন যে ভবিষ্যতে এমন কাজ হলে পুলিশ তার ভূমিকা কঠোর হাতে পালন করবে। সেইসঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে অনুরোধ করেন যাতে তারা তাদের ছেলেমেয়েদের সঠিক শিক্ষা দেন। এবং দেশনায়করা কত মহান সেসম্পর্কে তাদের জানান। পুলিশের এই ভূমিকায় খুশি স্থানীয়রা।
advertisement
আরও পড়ুনঃ নামখানার নারায়ণপুরে পানীয় জলের সংকট! অসুবিধায় স্থানীয়রা
মগরাহাটের ওই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা পুলিশের এই ভূমিকাকে সমর্থন করেছেন। সেই সঙ্গে এমন ঘটনা ভবিষ্যতে যাতে না হয় সেদকটিও লক্ষ রাখবেন বলে আশ্বাস দিয়েছেন। পুলিশকে এই নতুন ভূমিকাকে স্বাগত জানিয়েছেন সকলেই। এ নিয়ে ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুন কুমার দে জানান দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে তাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে দেশনায়কদের ভূমিকা কতটা রয়েছে। তারা সকলপ্রকার সমালোচনার উর্দ্ধে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয় তার জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
Nawab Mallick