তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই নাবালিকা উদ্ধারে মথুরাপুর থানার পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। সেই বিশেষ দল অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলায় পৌঁছায়। উদ্ধার করা হয় অপহৃতা নাবালিকাকে।
আরও পড়ুনঃ বাবার নিথর দেহ বাড়ি ফিরল, স্বপ্ন পূরণে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে
advertisement
এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।আন্তরাজ্য পুলিশ সমন্বয় ও মথুরাপুর থানার পুলিশ আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় এই কাজ সহজ হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া অপহৃতা নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় খুশি নাবালিকার পরিবারের লোকজন।
নবাব মল্লিক