TRENDING:

South 24 Parganas News : ভিনরাজ্য থেকে নাবালিকাকে উদ্ধার করল মথুরাপুর থানার পুলিশ 

Last Updated:

রোমহর্ষক অভিযানে ভিনরাজ্য থেকে এক নাবালিকাকে উদ্ধার করল মথুরাপুর থানার পুলিশ। এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৩৬৩ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মথুরাপুর: রোমহর্ষক অভিযানে ভিনরাজ্য থেকে এক নাবালিকাকে উদ্ধার করল মথুরাপুর থানার পুলিশ। এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৩৬৩ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। চলতি মাসেই মথুরাপুর থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ হয়। সেখানে একটি নাবালিকা হারিয়ে যাওয়ার কথা জানায় তার পরিবারের লোকজন‌। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মথুরাপুর থানার পুলিশ।
মথুরাপুর থানা
মথুরাপুর থানা
advertisement

তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে‌। এরপরই নাবালিকা উদ্ধারে মথুরাপুর থানার পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। সেই বিশেষ দল অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলায় পৌঁছায়। উদ্ধার করা হয় অপহৃতা নাবালিকাকে।

আরও পড়ুনঃ বাবার নিথর দেহ বাড়ি ফিরল, স্বপ্ন পূরণে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে

advertisement

এই ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ‌। সেই সঙ্গে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।আন্তরাজ্য পুলিশ সমন্বয় ও মথুরাপুর থানার পুলিশ আধিকারিক ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় এই কাজ সহজ হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া অপহৃতা নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে‌। এই ঘটনায় খুশি নাবালিকার পরিবারের লোকজন।

advertisement

View More

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ভিনরাজ্য থেকে নাবালিকাকে উদ্ধার করল মথুরাপুর থানার পুলিশ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল