ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু দামী প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। যেগুলি ডাকাতি করে পাওয়া বলে ধারণা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নামে আগে থেকেই ডাকাতি, ছিনতাই সহ একাধিক অভিযোগ আছে। ঘুটিয়ারি শরিফের এক সোনার দোকানে ডাকাতিরও অভিযোগ ছিল। অনেকদিন ধরেই এদের খুঁজছিল পুলিশ।
আরও পড়ুন: মর্নিং ওয়াকে বেরিয়ে দুই প্রৌড়ের অস্বাভাবিক মৃত্যু
advertisement
এদের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) পার্থ ঘোষ জানান, ওই দুই কুখ্যাত দুষ্কৃতী সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার এসআই রনি সরকার তাঁর টিম নিয়ে হানা দেন। হাতেনাতে দু'জনকে গ্রেফতার করেন। পুলিশের অনুমান, এরা কোনও বড় চক্রের মিডিল ম্যানের কাজ করত। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও প্রসাধনী সামগ্রী কোথা থেকে পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
অর্পণ মণ্ডল