Bankura News: মর্নিং ওয়াকে বেরিয়ে দুই প্রৌড়ের অস্বাভাবিক মৃত্যু
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
প্রতিদিনই ভোরে প্রাতঃভ্রমণে বেরোতেন বিষ্ণুপুর থানার হেতাগোড়া গ্রামের বছর ৬৫-র পশু চিকিৎসক স্বপন অধিকারী ও বাঁকাদহ গ্রামের বছর ৫৫-র সাইকেল মিস্ত্রি তরুণ দে। তাঁরা দু'জনে একসঙ্গে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে হাঁটতেন। সোমবার সকালেও একইরকমভাবে ওই দুই বন্ধু প্রাতঃভ্রমণে বের হন। সকালে স্থানীয় এক যুবক সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন স্বপন অধিকারী ও তরুণ দে নামে ওই দুই প্রবীণ রাস্তার ধারে পড়ে রয়েছেন।
বাঁকুড়া: মর্নিং ওয়াকে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বন্ধুর। বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকর ঘটনা। মৃতদের নাম স্বপন অধিকারী ও তরুণ দে। সোমবার সকালে বাঁকাদহ পেট্রল পাম্পের সামনে দু'জনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে ওই দুই বন্ধুকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনই ভোরে প্রাতঃভ্রমণে বেরোতেন বিষ্ণুপুর থানার হেতাগোড়া গ্রামের বছর ৬৫-র পশু চিকিৎসক স্বপন অধিকারী ও বাঁকাদহ গ্রামের বছর ৫৫-র সাইকেল মিস্ত্রি তরুণ দে। তাঁরা দু'জনে একসঙ্গে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে হাঁটতেন। সোমবার সকালেও একইরকমভাবে ওই দুই বন্ধু প্রাতঃভ্রমণে বের হন। সকালে স্থানীয় এক যুবক সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন স্বপন অধিকারী ও তরুণ দে নামে ওই দুই প্রবীণ রাস্তার ধারে পড়ে রয়েছেন। দ্রুত দু'জনকেই উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে কারোর দেহেই আর প্রাণ ছিল না।
advertisement
advertisement
এলাকার মানুষের ধারণা, প্রাতঃভ্রমণের সময় বেপরোয়া গাড়ির ধাক্কাতে ওই দু'জনের মৃত্যু হয়েছে। যদিও নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। বিষ্ণুপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কোনও গাড়ি ধাক্কা মেরেছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
দেবব্রত মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 4:17 PM IST