এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। মূলত এলাকায় খেলাধুলার প্রসার ঘটাতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব। যা এলাকায় সাড়া ফেলে দিয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: প্রায় ২০০ বছরের প্রাচীন মশলা মেলা! বছরভর ভাল ব্যবসার উদ্দেশে পয়লা বৈশাখে ভিড় জমান ব্যবসায়ীরা
advertisement
নববর্ষের সকালে এই ম্যারাথন দৌড় দেখতে রাস্তার দু'পাশে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচশ স্থানীয় বাসিন্দা রাস্তার দু'পাশে জড়ো হয়েছিল। প্রতিযোগিদের উৎসাহ জোগাতে। নতুন বছরের সূচনায় এমন একটি ম্যারাথন দৌড় এলাকায় সাড়া ফেলেছে।
প্রায় ১৫ কিমি পথ অতিক্রম করার পর প্রতিযোগিদের হাতে ফুল, মিষ্টি, জল-সহ একাধিক জিনিসপত্র তুলে দেওয়া হয়। মূলত খেলাধুলার উন্নতির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন: নববর্ষের শুভ কামনায় মঙ্গল পদযাত্রা! পা মেলালেন খাদ্যমন্ত্রী নিজে
প্রতিবছর এই দিনটিকে বিভিন্নভাবে পালন করা হয় মহেশতলায়। এবছরের এই ম্যারাথন দৌড়ে সাধারণ মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই ম্যারাথন দৌড়ের সাফল্যের পর আগামীদিনে আরও বড় আকারে এই দৌড় প্রতিযোগিতার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
নবাব মল্লিক