প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিবস পালন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে শতাধিক মৎস্যজীবী ও বিজেপি কর্মী অংশগ্রহণ করেন। শনিবার সকাল থেকে বিশ্বকর্মা পুজায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা। এরপর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন ঃ ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া লক্ষ্য, মোদির জন্মদিনে সেবা পক্ষ-সহ একগুচ্ছ কর্মসূচি বিজেপির
advertisement
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মৎস্যজীবী সেলের কো কনভেনার পলাশ রানা। কেক কেটে এবং প্রদীপ প্রজ্বোলন করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিবস পালন অনুষ্ঠানের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের মঞ্চ থেকে সেবা সপ্তাহ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী এক সপ্তাহ জুড়ে রায়দিঘীর বিভিন্ন এলাকায় মৎস্যজীবীরা সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন বলে সংকল্প নিয়েছেন।
আরও পড়ুন ঃ VHP-র সঙ্গে মতানৈক্য থেকে রাজনীতি ত্যাগ! জন্মদিনে জানুন মোদির ১০ অজানা তথ্য
অনুষ্ঠানে মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনাও করা হয়। এই অনুষ্ঠান নিয়ে বিজেপির মৎস্যজীবী সেলের কো-কনভেনার পলাশ রানা জানান, প্রবল উৎসাহ উদ্দীপনায় এই দিনটি আজ তারা পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেছেন মৎস্যজীবীরা। আগামীদিনে মৎস্যজীবীদের একাধিক সমস্যা নিয়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপির মৎস্যজীবী সেল, সে কথাও জানান তিনি।
নবাব মল্লিক