PM Narendra Modi Birthday|| ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া লক্ষ্য, মোদির জন্মদিনে সেবা পক্ষ-সহ একগুচ্ছ কর্মসূচি বিজেপির

Last Updated:

Happy Birthday PM Modi: জন্মদিনের এই কর্মসূচিতে সমস্ত ইউনিটের বিজেপি কর্মীরা এক দিনের জন্য অন্য একটি রাজ্যের ভাষা এবং সংস্কৃতিকে আপন করে নেবেন। উদযাপনের সমস্ত বিবরণ আপলোড করা হবে প্রধানমন্ত্রীর নমো অ্যাপে (Namo App)।

#নয়াদিল্লিঃ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জন্মদিন। আর তাই এই উপলক্ষে গোটা দেশ জুড়ে ‘সেবা পক্ষ’ কর্মসূচি (Seva Pakhwada Programme) শুরু করছে বিজেপি (BJP)। এ-ছাড়া মোদির ৭২-তম জন্মদিন (PM Modi Birthday) উপলক্ষে রাজ্য এবং জেলা স্তরে বিভিন্ন প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। তবে ‘সেবা পক্ষ’ কর্মসূচি চলবে ১৬ দিন।
এক পক্ষকালব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একাধিক পরিকল্পনা নিয়েছে বিজেপি। দলের সমস্ত সদস্য ও কর্মীদের চিঠি পাঠিয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক অরুণ সিং। সেখানে জেলার বিজেপি কর্মীদের ‘বৈচিত্র্যে একক’ অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ মোদির জন্মদিনে ৫৬ ইঞ্চির থালি! শেষ করলেই লাখ লাখ টাকা পুরস্কার
জন্মদিনের এই কর্মসূচিতে সমস্ত ইউনিটের বিজেপি কর্মীরা এক দিনের জন্য অন্য একটি রাজ্যের ভাষা এবং সংস্কৃতিকে আপন করে নেবেন। উদযাপনের সমস্ত বিবরণ আপলোড করা হবে প্রধানমন্ত্রীর নমো অ্যাপে (Namo App)। অনুষ্ঠান আয়োজনে পাঁচটি সেরা রাজ্য ইউনিটকে পুরস্কৃত করা হবে।
advertisement
advertisement
‘সেবা পক্ষ’-এর কর্মসূচি:
১। জন্মদিন উপলক্ষ্যে ‘মোদি @২০ স্বপ্নে হুয়ে সাকার’ (Modi @20 Sapne Hue Sakaar) বইয়ের প্রচার করা হবে।
২। করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েও প্রচার করবে বিজেপি।
আরও পড়ুনঃ সদা কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল তাঁর ফিটনেস রহস্য
৩। জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান এবং পরিচ্ছন্নতা অভিযানেরও আয়োজন করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চলবে স্বচ্ছ ভারত কর্মসূচি। পাশাপাশি প্রতিটি মণ্ডলে আদর্শ অঙ্গনওয়াড়িরও সূচনা করা হবে।
advertisement
৪। ২৫ সেপ্টেম্বর ভারতীয় জনসংঘ নেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৫। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষেও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে 'খাদি'র ব্যবহার নিয়ে প্রচার এবং জাতির জনকের নীতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।
৬। রক্তদান শিবির এবং বিনামূল্যে চেক-আপ শিবিরেরও আয়োজন করা হচ্ছে। সেখান থেকে কৃত্রিম অঙ্গ এবং সরঞ্জাম বিতরণ করা হবে।
advertisement
৭। ২০২৫ সালের মধ্যে দেশকে যক্ষ্মা মুক্ত করার লক্ষ্যেও বিশেষ প্রচারের আয়োজন করা হচ্ছে। এতে বিজেপি কর্মীরা এক জন যক্ষ্মা রোগীকে দত্তক নেবেন। আর এক বছর তাঁর দেখাশোনা করবেন।
৮। পিএম মোমেন্টোস (PM Momentos) হল ভারত সরকারের একটি উন্মুক্ত নিলাম পোর্টাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাপ্ত উপহারগুলি নিলামে তোলা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর, ২০২২ পর্যন্ত অনলাইনে এই নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে pmmementos.gov.in ওয়েব পোর্টাল থেকে অংশগ্রহণের করা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi Birthday|| ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া লক্ষ্য, মোদির জন্মদিনে সেবা পক্ষ-সহ একগুচ্ছ কর্মসূচি বিজেপির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement