মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হল পাথরপ্রতিমার জি প্লট। সেজন্য বাইরে থেকে ক্যাটারিং আসত না গ্রামে। ফলে গ্রামের মানুষজনের খুবই সমস্যা হত। সেই সমস্যা থেকে মুক্তির পথ খুঁজছিলেন গ্রামবাসীরা। সেজন্য গ্রামবাসীরা নিজেরাই কমিটি বানান গ্রামে। এরপর সেই কমিটির উদ্যোগে রান্নার সমস্ত উপকরণ নিয়ে আসা হয় গ্রামে। বর্তমানে গ্রামের কমিটিকে মাত্র ২০০ টাকা দিলেই পাওয়া যায় বাসনপত্র থেকে শুরু করে, রান্না করার একাধিক উপকরণ।
advertisement
আরও পড়ুন - দারিদ্র্যের বিরুদ্ধে লড়তে লড়তে হার, দৃষ্টিহীণ মেয়েকে হোমে পাঠালেন মা
শুধুমাত্র রান্নার উপকরণ নয় কমিটির পক্ষ থেকে দেওয়া হয় কাজের লোকও তারাই রান্না করা থেকে শুরু করে খাওয়ানো সব কাজই করেন। এভাবে দীর্ঘদিন ধরে চলে আসায় দক্ষিণ সুরন্দ্রগঞ্জের মানুষজনের এখন ভরসা ওই গ্রাম কমিটি।
আরও পড়ুন - Crime against Women: ১৩ বছরের বোনকে ধর্ষণ করল ভাই! প্রেগন্যান্ট হওয়ায় করানো হল...
এ নিয়ে ওই কমিটির সদস্য কানাইলাল মন্ডল জানান যাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে তাদের বাড়ির লোকজন অনুষ্ঠানের সবজি, মসলা সহ যাবতীয় বাজার করে দিলে, বাকি সব দায়িত্ব কমিটি নেয়। সব্জি কাটা থেকে শুরু করে, রান্না করা, এমন কি খাওয়ানোর দায়িত্বও কমিটির সদস্যরা করে থাকেন। রান্নার জন্য যাবতীয় উপকরণও কমিটি দেয় থাকে। প্রায় দেড় হাজার মানুষের খাওয়ানোর ব্যবস্থা করতে পারে এই কমিটি। পাথরপ্রতিমার প্রত্যন্ত এলাকায় ক্যাটারিং এর বিকল্প হিসাবে এই কমিটি উঠে আসায় খুশি গ্রামবাসীরা।
Nabab Mullick