Alipurduar News: দারিদ্র্যের বিরুদ্ধে লড়তে লড়তে হার, দৃষ্টিহীণ মেয়েকে হোমে পাঠালেন মা

Last Updated:

নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে প্রতিবন্ধী মেয়ের যত্ন নিতে পারছিলেন না চা বলয়ের এক মা।বাধ্য হয়ে মেয়ের সঠিক লালন পালনের জন্য তাকে হোমে পাঠাল কালচিনির ললিতা নাগাসিয়া।

+
মায়ের

মায়ের সঙ্গে ইশিতা নাগাসিয়া

#আলিপুরদুয়ার: নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে প্রতিবন্ধী মেয়ের যত্ন নিতে পারছিলেন না চা বলয়ের এক মা। বাধ্য হয়ে মেয়ের সঠিক লালন পালনের জন্য তাকে হোমে পাঠাল কালচিনির ললিতা নাগাসিয়া।
কালচিনির এক চা বাগানে শ্রমিকের কাজ করেন ললিতা নাগাসিয়া।স্বামী ভিনরাজ্যে কাজ করেন।বাড়িতে একা থাকে প্রতিবন্ধী মেয়ে ইশিতা।কাজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় ললিতার।মেয়ে ইশিতা চোখে দেখতে পায়না জন্মের পর থেকেই।অনেক চিকিৎসা করা হলেও কোনও ফল মেলেনি।এদিকে একা মেয়ে বাড়িতে কি করছে না করছে তা নিয়ে সবসময় চিন্তা করতে দেখা যায় ললিতা নাগাসিয়াকে।সন্তানকে নিজের কাছ থেকে দূরে করার কষ্ট অনেক।কিন্তু মেয়েটির ভবিষ্যৎ-এর জন্য তাকে হোমে পাঠানো ভাল সিদ্ধান্ত বলে মনে করেন ললিতা নাগাসিয়া।
advertisement
advertisement
সেইমতো শিলিগুড়ির এক হোমের সঙ্গে কথা বলে ইশিতাকে নিয়ে যান ললিতা।কথা বলেন হোমের কর্মকর্তাদের সঙ্গে।হোমে রয়েছে আরও দৃষ্টিহীনেরা।তাদের সঙ্গে কথা বলেছে ইশিতা।
advertisement
ললিতা নাগাসিয়া জানান,"সন্তানকে নিজের কাছে রাখতে পারব না।দুঃখ তো হচ্ছিল।কিন্তু সে যাতে ভাল থাকে,তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া।আরও অনেকে আছে ইশিতার মতো।তাদের সঙ্গে থেকে ইশিতার একাকিত্ব দুর হবে।মানসিক বিকাশ হবে।"
হোমে ইশিতার মতো প্রতিবন্ধীদের পড়াশুনো করানো হয়।শেখানো হয় নাচ,গান ও হাতের কাজ।বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করে হোমের শিশুরা।ললিতা নাগাসিয়া আরও জানান, "মেয়েটা কিছু শিখতে পারবে।যে শিক্ষা ঘরে আমি তাকে দিতে পারতাম না।যখন মেয়েকে দেখতে ইচ্ছে হবে তখন চলে আসব।এই সুবিধা তো রয়েছে।ইশিতার চিকিৎসা হোম থেকে চালানো হবে বলে শুনেছি।"
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দারিদ্র্যের বিরুদ্ধে লড়তে লড়তে হার, দৃষ্টিহীণ মেয়েকে হোমে পাঠালেন মা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement