স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সেতু দীর্ঘ ৩ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা সত্ত্বেও তারা সারানোর বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতিতে বেহাল সেতুটির জায়গায় নতুন করে একটি কংক্রিটের ভালো সেতু তৈরি করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: অত্যাধুনিক স্টেডিয়াম পেতে চলেছে কালিয়াগঞ্জ, কাজ শেষের পথে
advertisement
নলপুকুরের এই সেতুটি নলপুকুর ও নাটাবেড়িয়ার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম। এছাড়া মথুরাপুর-১ ব্লক থেকে কুলতলিতে যাতায়াত করা যায় এই সেতুর মাধ্যমে। বর্তমানে সেতুটির কংক্রিটের স্ল্যাব ভেঙে গিয়েছে। ফলে এর উপর দিয়ে বড় গাড়ি যাতায়াত করতে পারে না। সেতুর রেলিং ভাঁঙা, নিচের কাঠামোর অবস্থাও সঙ্গীন। এই পরিস্থিতিতে নড়বড়ে সেতুটির উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। ফলে আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাতে এই সেতুর উপর কোনও আলো থাকে না।
সেতুটির বেহাল দশার কথা জানেন বলে জানিয়েছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মানবেন্দ্র হালদার। দ্রুত সেতুটি মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয়দের দাবি মেনে কংক্রিটের নতুন সেতু বানানোর পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
নবাব মল্লিক