Uttar Dinajpur News: অত্যাধুনিক স্টেডিয়াম পেতে চলেছে কালিয়াগঞ্জ, কাজ শেষের পথে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
সীমান্ত উন্নয়ন তহবিল থেকে ৫ কোটি টাকা ব্যয়ে এই কাজ শুরু হয়েছিল, যা এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।
উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে এক আধুনিক স্টেডিয়াম। কালিয়াগঞ্জ পুরসভার এই স্টেডিয়ামটি তৈরি করছে।
কালিয়াগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এলাকার খেলাধুলোর উন্নতির স্বার্থে সেখানে একটি আধুনিক মানুষ স্টেডিয়াম তৈরি করা হোক। অবশেষে কালিয়াগঞ্জ পুরসভার হাত ধরে সেই দাবি পূরণ হতে চলেছে। রশিদপুরে পুরসভার নিজস্ব ১২ কাঠা জমির উপরে এই স্টেডিয়ামটি তৈরি হচ্ছে। সীমান্ত উন্নয়ন তহবিল থেকে ৫ কোটি টাকা ব্যয়ে এই কাজ শুরু হয়েছিল, যা এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সূত্রের খবর, খুব দ্রুতই স্টেডিয়াম তৈরির সমস্ত কাজ শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
advertisement
advertisement
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বরাবরই খেলাধুলোর ক্ষেত্রে একটা বেশ উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। কিন্তু উপযুক্ত পরিকাঠামো ও খেলার মাঠ না থাকায় অনুশীলনের ক্ষেত্রে সমস্যায় পড়তেন এখানকার ক্রীড়াবিদরা। শুধু তাই নয়, বড় কোনও ক্রীড়া প্রতিযোগিতাও এখানে আয়োজন করা সম্ভব হতো না। এলাকার এই সমস্যা মেটাতেই কালিয়াগঞ্জ পুরসভা বছরখানেক আগে স্টেডিয়াম তৈরির কাজে হাত দেয়। কিন্তু মাঝে করোনা এসে পড়ায় স্টেডিয়াম তৈরির কাজ সাময়িকভাবে থমকে গিয়েছিল। আবার গত বছর থেকে এই কাজ শুরু হয়েছে। বর্তমানে এই কাজ প্রায় শেষের দিকে। কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, যেভাবে কাজ চলছে তাতে খুব দ্রুত স্টেডিয়াম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর তারপরই এলাকার মানুষের জন্য সেটি খুলে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 3:16 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: অত্যাধুনিক স্টেডিয়াম পেতে চলেছে কালিয়াগঞ্জ, কাজ শেষের পথে