দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লকের হরিনারায়ণপুর পঞ্চায়েতের মণ্ডল পাড়ায় জলের সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে। এই গ্রামের প্রতিটি বাড়িতে জনসাস্থ্য কারিগরি দফতরের টাইম কলের কানেকশন আছে। কয়েক মাস আগেও দিনে তিনবার করে পাইপ লাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল আসত প্রতিটি বাড়িতে। কিন্তু মাস তিনেক আগে থেকে হঠাৎ সেই জল আসা বন্ধ হয়ে গিয়েছে। ফলে গোটা গ্রামজুড়ে প্রবল জল সঙ্কট দেখা দিয়েছে।
advertisement
আরও পড়ুন: সামনের সপ্তাহেই বড় সুখবর পেতে চলেছেন বাংলার কৃষকরা
গ্রামবাসীদের অভিযোগ, ডিপ টিউবয়েলের জলে আয়রনের পাশাপাশি মাঝেমধ্যেই নোংরা ভেসে ওঠে। এই পরিস্থিতিতে হরিনারায়নপুরের মানুষ দ্রুত পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আবার শুরু করার দাবি তুলেছে। বর্তমানে বাধ্য হয়ে অনেক সময় পুকুরের জল দিয়ে রান্না করছে এখানকার বাসিন্দারা। এদিকে গ্রামবাসীদের এই অভিযোগ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন, বিষয়টি সম্বন্ধে তাঁদের কোনও অভিযোগ জানায়নি মণ্ডল পাড়ার মানুষ। গোটাটাই তিনি সংবাদমাধ্যমের থেকে শুনেছেন বলে জানান। তবে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন।
সুমন সাহা