Farmers News: সামনের সপ্তাহেই বড় সুখবর পেতে চলেছেন বাংলার কৃষকরা
- Published by:kaustav bhowmick
Last Updated:
উদ্যান পালন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চাষিদের মূলত লঙ্কা, উচ্ছে, ঢ্যাঁড়স, ঝিঙে, কুমড়ো, লাউ, বেগুন, শসা ও তরমুজের বীজ প্রদান করা হবে। বিনামূল্যে চাষের বিজ পাওয়ার জন্য একজন কৃষক সর্বোচ্চ ১৫ বিঘা জমির জন্য আবেদন করতে পারবেন।
পূর্ব বর্ধমান: আগামী সপ্তাহের মধ্যেই কৃষকদের জন্য নতুন প্রকল্প আনছে রাজ্যের উদ্যান পালন দফতর। গ্রীষ্মকালে সবজি উৎপাদন বাড়াতে চাষিদের হাতে ৯ টি সবজির হাইব্রিড বীজ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর ফলে চাষির আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পূর্ব বর্ধমান কৃষি প্রধান জেলা। সেখানকার একটা বড় অংশের মানুষ কৃষিকাজের সঙ্গে সরাসরি যুক্ত। সেই তাঁদের ৯ রকম সবজির উচ্চ ফলনশীল বীজ উদ্যানপালন দফতরের পক্ষ থেকে বিনামূল্যে তুলে দেওয়া হলে সামগ্রিকভাবে জেলার অর্থনীতিই মজবুত হবে বলে মনে করা হচ্ছে। সামান্য কিছু কাগজপত্র দেখাতে পারলেই চাষিরা এই উচ্চ ফলনশীল সবজি বীজ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। উদ্যান পালন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চাষিদের মূলত লঙ্কা, উচ্ছে, ঢ্যাঁড়স, ঝিঙে, কুমড়ো, লাউ, বেগুন, শসা ও তরমুজের বীজ প্রদান করা হবে। বিনামূল্যে চাষের বিজ পাওয়ার জন্য একজন কৃষক সর্বোচ্চ ১৫ বিঘা জমির জন্য আবেদন করতে পারবেন। চাষের জমির পর্চা, রঙিন পাসওয়ার্ড সাইজ ফটো, আধার কার্ড, ভোটার কার্ড সহ কৃষকদের এই সাহায্য পাওয়ার জন্য আবেদন করতে হবে। সমস্ত কাগজপত্র ঠিক থাকলে এই প্রকল্পের অধীনে চাষের বীজ পেয়ে যাওয়া যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
advertisement
এই প্রকল্প প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা উদ্যান পালন আধিকারিক রাহুল চক্রবর্তী বলেন, এই প্রকল্প রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীন। এই বীজের ফলে কৃষকরা উপকৃত হবেন। কারণ এফ ওয়ান হাইব্রিড বীজ দেওয়া হবে। যা সবথেকে ভালো গুণমানের বীজ। এই বীজের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। পাশাপাশি এতে পোকামাকড় অনেক কম আক্রমণ করে। কালনা মহকুমার অধীনে যেহেতু সবজি চাষ একটু বেশি হয়, তাই ওখানে বেশি পরিমাণে বীজ দেওয়া হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 5:44 PM IST
