Uttar Dinajpur News: কোটি কোটি টাকা খরচ হয়েগেছে, তারপরও অন্ধকারাচ্ছন্ন কালিয়াগঞ্জের টাউন হলের ভবিষ্যৎ

Last Updated:

টাউন হলের কাজ শেষ না হওয়া নিয়ে কালিয়াগঞ্জের পুরপ্রধানের যুক্তি, বিজ্ঞান সম্মতভাবে টাউন হল তৈরির কাজ হচ্ছিল না। তাই পরবর্তীকালে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ আর টাকা বরাদ্দ করেনি।

+
title=

উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জে টাউন হল তৈরির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছিল। নির্মাণ কাজও শুরু হয়েছিল। কিন্তু তা আর শেষ হয়নি। বছরের পর বছর ধরে তা অসমাপ্ত অবস্থায় পড়ে আছে।
উত্তর দিনাজপুরের ছোট্ট মফস্বল শহর কালিয়াগঞ্জ। এখানকার নাটকের দলগুলো জেলার গণ্ডিছাড়িয়া দেশ এমনকি বিদেশেও নিয়মিত পারফর্ম করে। কিন্তু কালিয়াগঞ্জের মানুষের দীর্ঘদিনের আক্ষেপ, শহরে নাট্যচর্চার রেওয়াজ থাকলেও কোন‌ও উপযুক্ত মঞ্চ নেই। যেখানে উন্নতমানের প্রযোজনা তুলে ধরতে পারবে কালিয়াগঞ্জের নাটকের দলগুলো। সেই খামতি পূরণের লক্ষ্যেই শুরু হয়েছিল টাউন হল তৈরির কাজ। কিন্তু কাজ শুরু হলেও তা শেষ হয়নি, অসমাপ্ত হয়ে পড়ে আছে বছরের পর বছর।
advertisement
advertisement
এদিকে টাউন হল তৈরির কাজ শেষ না হওয়া নিয়ে কালিয়াগঞ্জের পুরপ্রধানের যুক্তি, বিজ্ঞান সম্মতভাবে টাউন হল তৈরির কাজ হচ্ছিল না। তাই পরবর্তীকালে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ আর টাকা বরাদ্দ করেনি। তাঁর কথা থেকে পরিষ্কার, এই টাউন হল শেষ পর্যন্ত দিনের আলো দেখবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। যদিও কালিয়াগঞ্জের সংস্কৃতিপ্রেমী জনগণের একাংশ চায় বর্তমানে টাউনহলটি তৈরির কাজ শেষ হোক। তাঁদের বক্তব্য, ইতিমধ্যেই টাউনহলটি তৈরি করতে গিয়ে মোটা টাকা খরচ হয়ে গিয়েছে। এই অবস্থায় কাজ সম্পূর্ণ না করলে তা কারোর কাজে আসবে না।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: কোটি কোটি টাকা খরচ হয়েগেছে, তারপরও অন্ধকারাচ্ছন্ন কালিয়াগঞ্জের টাউন হলের ভবিষ্যৎ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement