আরও পড়ুন: কেমন আছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা
মাটির বাঁধ বিপর্যয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে রায়দিঘিতে। গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি। এদিকে সম্পত্তি ও প্রাণহানির আশঙ্কায় ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে। গ্রামবাসীরা অবিলম্বে কংক্রিটের বাঁধ তৈরির দাবিতে সরব হয়েছেন। এই প্রসঙ্গেই রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা বলেন, বাঁধের বিষয়টি যথাযথ জায়গায় জানানো হয়েছে। রায়দিঘি সেচ দফতরের বাস্তুকার অলোক পাল বলেন, এই বিষয়ে কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। বাঁধের উপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।
advertisement
হরিণটানা বাজারের মৃদুংভাঙা নদী সংলগ্ন মাটির বাঁধের দু’টি জায়গায় প্রায় ৫০ মিটারের বেশি এলাকাজুড়ে ধস নেমেছে। সেই ফাটল ক্রমশ বাড়ছে। এই মাটির বাঁধ ভেঙে গেলে লাগোয়া কৈলাসপুর, নন্দকুমারপুর, জগন্নাথ চক, মহবতনগর এলাকা জলমগ্ন হবে। হু হু করে জল ঢুকে প্লাবিত হবে এলাকাগুলো। দুর্গত বাসিন্দারা বলেন, পূর্ণিমার কোটালের সময় ভারী বৃষ্টি নামলে এই বাঁধ আর রক্ষা করা যাবে না। গত কয়েকদিনে ফাটল আরও চওড়া হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া শুরুর কথা জানানো হলেও আর ধৈর্য ধরতে রাজি নয় গ্রামের মানুষ।
নবাব মল্লিক






