Purulia News: কেমন আছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা

Last Updated:

করোনার সময় প্রবল আর্থিক অনটনে পড়েছিলেন পুরুলিয়ার ছৌ মুখোশ তৈরির সঙ্গে যুক্ত শিল্পী ও কারিগররা। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে, ফলে হাসি ফুটেছে তাঁদের মুখে

+
title=

পুরুলিয়া: লোকসংস্কৃতির জাদুঘর বলা হয় পুরুলিয়াকে। বাংলা সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে অন্যতম এটি। কিন্তু সেখানে লোকসংস্কৃতির যে নমুনা চারিদিকে ছড়িয়ে আছে তা যে কোনও শিল্প প্রেমীর কাছে চর্চার বিষয়। এই জেলার‌ই নিজস্ব শিল্প ছৌ নাচ। আসলে ছোটনাগপুর মালভূমির আদিবাসীদের শিল্প এই ছৌ নাচ। পুরুলিয়া ভূপ্রকৃতিগতভাবে ছোটনাগপুর এলাকার মধ্যেই পড়ে। আবার এই এলাকার মধ্যে ছৌ নাচে সবচেয়ে বেশি সমৃদ্ধ এই জেলাটি। কিন্তু কেমন আছেন পুরুলিয়ার সেই ছৌ শিল্পীরা?
ছৌ নাচের পাশাপাশি ছৌ-এর মুখোশের কদর‌ও যথেষ্ট। অনেকে পুরুলিয়া ঘুরতে এসে সংগ্রহ করে নিয়ে যান ছৌ মুখোশ। এই ছৌ মুখোশের জন্য বিখ্যাত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশের চড়িদা গ্রাম। এই গ্রামকে মুখোশ গ্রামও বলা হয়ে থাকে। বিশিষ্ট ছৌ শিল্পী গম্ভীর সিং মুড়ার বাড়িও এখানে। গোটা গ্রাম জুড়েই তৈরি হয় ছৌ মুখোশ। এর কদর শুধু বাংলা বা ভারত নয়, গোটা বিশ্বজুড়ে। আর তাই অপরূপ ভূপ্রকৃতির টানে পুরুলিয়ায় ঘুরতে এসে বেশিরভাগ মানুষ এই ছৌ গ্রামে আসেন।
advertisement
advertisement
ছৌ শিল্পীদের একসময় প্রবল আর্থিক অনটনের মুখে পড়তে হয়েছিল। কিন্তু ছৌ মুখোশের কদর বাড়ায় এগুলি তৈরি করে অনেকেই আর্থিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন। তবে করোনার সময় সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় প্রবল অনটনে পড়েছিলেন এই মুখোশ তৈরির সঙ্গে যুক্ত প্রান্তিক পরিবারগুলো। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটছে। আবার কদর বাড়ছে ছৌ মুখোশের। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানকার শিল্পীরা। তাঁদের আশা আগামী দিনে এই ছৌ মুখোশের চাহিদা আরও বাড়বে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: কেমন আছেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement