কাকদ্বীপের কালনাগিনী খালের উপর রয়েছে এই ফুট ব্রিজ। রেলিং ভেঙে পড়ার সময় ব্রিজের উপর দিয়ে সাধরণ মানুষ ও যানবাহন চলাচল করছিল। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই ব্রিজের উপর দিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে যাতায়াত করার কথা। কিন্তু তার তোয়াক্কা না করে নিত্যদিন বাইক, টোটো, অটো ও পণ্যবাহী ছোট যান চলাচল করে। ফলে ব্রিজের ধারণ ক্ষমতা আরও কমছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ব্রিজটিই ভেঙে পড়বে বলে আশঙ্কা। সেক্ষেত্রে প্রাণহানিও ঘটতে পারে বলে ভয় পাচ্ছেন এলাকাবাসীর একাংশ।
advertisement
আরও পড়ুন: ২০ বছর ধরে সারানো হয়নি রাস্তা! ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ
সম্প্রতি এই ব্রিজের রেলিং ভেঙে পড়ায় সমস্যা আরও বেড়েছে। ব্রিজে এমনিতেও আলোর ব্যবস্থা নেই। ফলে রাতে ব্রিজের ভাঙা রেলিঙের পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছে মানুষ। এদিকে ফুট ব্রিজটি দিয়ে কাকদ্বীপ বাজারে আসেন স্থানীয়রা। এই অবস্থায় এলাকাবাসীরা দ্রুত ফুট ব্রিজটি সংস্কার করার দাবি তুলেছে।
নবাব মল্লিক





